ICC World Cup: দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও, অজিদের বিরুদ্ধে অর্ধশতরানে ধোনিকে পিছনে ফেলেন হরমনপ্রীত
আইসিসি টি-টোয়েন্টি বা ৫০ ওভারের বিশ্বকাপের নক আউটে ধোনি মোট ১১টি ইনিংস খেলে তিন অর্ধশতরান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১১ ইনিংসে প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক ধোনির মোট সংগ্রহ ৩০৫ রান।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীতের ৫২ রানের ইনিংস ভারতকে জেতাতে না পারলেও, তিনি ধোনিকে রানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন।
হরমনপ্রীত ধোনির থেকে অনেক কম, সাত ইনিংস সমসংখ্যক অর্ধশতরান করেছেন। তাঁর মোট সংগ্রহ ৩১৮ রান।
বর্তমান ভারতীয় মহিলা দলের অধিনায়কের ঠিক আগেই এই তালিকায় রয়েছেন বর্তমান পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত আইসিসি বিশ্বকাপের নক আউটে নয় ইনিংসে একটি শতরানের সুবাদে মোট ৩৩৩ রান করেছেন।
রানের তালিকায় সচিন তেন্ডুলকর থাকবেন না, এমনটাও হয় নাকি। এই তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন 'মাস্টার ব্লাস্টার'।
সাত ইনিংসে চারটি অর্ধশতরানের সুবাদে রোহিতের থেকে ছয় বেশি, ৩৩৯ রান করেছেন সচিন।
তালিকায় সবার প্রথমে অবশ্যই বিরাট কোহলি। তিনি বিশ্বকাপের নক আউটে ১০ ইনিংসে মোট চারটি অর্ধশতরান করেছেন।
'কিংগ কোহলির' এই ১০ ইনিংসে মোট সংগ্রহ ৩৬১ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -