ICC World Cup: দলকে ফাইনালে তুলতে ব্যর্থ হলেও, অজিদের বিরুদ্ধে অর্ধশতরানে ধোনিকে পিছনে ফেলেন হরমনপ্রীত

Most Runs in WC Knockouts: আইসিসির নক আউটে সর্বাধিক রান করা পাঁচ ভারতীয় ব্যাটারই কোনও না কোনও সময় দলকে নেতৃত্ব দিয়েছেন বা দিচ্ছেন।

ধোনিকে পিছনে ফেললেন হরমনপ্রীত (ছবি: বিসিসিআই ট্যুইটার)

1/10
আইসিসি টি-টোয়েন্টি বা ৫০ ওভারের বিশ্বকাপের নক আউটে ধোনি মোট ১১টি ইনিংস খেলে তিন অর্ধশতরান করেছেন।
2/10
১১ ইনিংসে প্রাক্তন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক ধোনির মোট সংগ্রহ ৩০৫ রান।
3/10
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হরমনপ্রীতের ৫২ রানের ইনিংস ভারতকে জেতাতে না পারলেও, তিনি ধোনিকে রানের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন।
4/10
হরমনপ্রীত ধোনির থেকে অনেক কম, সাত ইনিংস সমসংখ্যক অর্ধশতরান করেছেন। তাঁর মোট সংগ্রহ ৩১৮ রান।
5/10
বর্তমান ভারতীয় মহিলা দলের অধিনায়কের ঠিক আগেই এই তালিকায় রয়েছেন বর্তমান পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা।
6/10
রোহিত আইসিসি বিশ্বকাপের নক আউটে নয় ইনিংসে একটি শতরানের সুবাদে মোট ৩৩৩ রান করেছেন।
7/10
রানের তালিকায় সচিন তেন্ডুলকর থাকবেন না, এমনটাও হয় নাকি। এই তালিকায় অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন 'মাস্টার ব্লাস্টার'।
8/10
সাত ইনিংসে চারটি অর্ধশতরানের সুবাদে রোহিতের থেকে ছয় বেশি, ৩৩৯ রান করেছেন সচিন।
9/10
তালিকায় সবার প্রথমে অবশ্যই বিরাট কোহলি। তিনি বিশ্বকাপের নক আউটে ১০ ইনিংসে মোট চারটি অর্ধশতরান করেছেন।
10/10
'কিংগ কোহলির' এই ১০ ইনিংসে মোট সংগ্রহ ৩৬১ রান।
Sponsored Links by Taboola