Asia Cup: সৌরভ থেকে মুশফিকুর, এশিয়া কাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটাররা
ওয়ান ডে ফর্ম্যাটে এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক সনৎ জয়সূ্র্য। তিনি ভারতের বিরুদ্ধে ২০০৪ সালে ১৩২ বলে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টে জয়সূর্য সেরা ক্রিকেটারও হন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় জয়সূর্যর ঠিক আগের স্থানেই রয়েছেন তাঁর বিশ্বজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গা। তিনি ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধেই অপরাজিত ১৩১ রান করেছিলেন।
২০০০ সালে বাংলাদেশের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যাট থেকে ১২৪ বলে ১৩৫ রানের একটি ঝাঁ-চকচকে ইনিংস আসে।
২০১৪-তে বাংলাদেশের বিরুদ্ধেই আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ১২২ বলে ১৩৬ রান করেন।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক। তিনি ২০০৪ সালের এশিয়া কাপে তিনি ভারতের বিরুদ্ধেই ১৪৩ রানের ইনিংস খেলেন।
মুশফিকুর রহিম ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫০ বলে ১৪৪ রান করেছিলেন।
২০০৪ এশিয়া কাপে পাকিস্তান ফাইনালে উঠতে না পারলেও, ওই এশিয়া কাপেই হংকংয়ের বিরুদ্ধে ইউনিস খানও দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন। ১২২ বলে তাঁর ব্যাট থেকে ১৪৪ রানের ইনিংস আসে।
তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অবিস্মরণীয় ১৮৩ রানের ইনিংস এশিয়া কাপেই এসেছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -