Indian Cricket Team: ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে সর্বাধিকবার ম্যাচ সেরা হয়েছেন কারা?
আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সফলতম স্পিনারও তিনিই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅশ্বিন ভারতের হয়ে এখনও পর্যন্ত ৯২টি টেস্ট খেলে নয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
অশ্বিনের পরেই তালিকায় রয়েছেন ভারতের সফলতম টেস্ট বোলার অনিল কুম্বলে।
১৩২টি টেস্ট খেলা কুম্বলে ১০ বার টেস্ট ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
মতান্তরে বর্তমান বিশ্বের সেরা ব্যাটার হিসাবে বিরাট কোহলিকে গণ্য করা হয়। সচিন ছাড়া তাঁর থেকে অধিক আন্তর্জাতিক শতরান আর কোনও ব্যাটার করেননি।
কোহলিও কুম্বলের মতোই ১০ বার টেস্টে ম্যাচ সেরা হয়েছেন। তবে তিনি কুম্বলের থেকে ২৩ ম্যাচ কম খেলে সমসংখ্যকবার পুরস্কার জিতেছেন।
সচিনের পর টেস্টে ভারতের হয়ে সর্বাধিক রান করার কৃতিত্ব রয়েছে রাহুল দ্রাবিড়ের দখলে।
'দ্য ওয়াল' নিজের কেরিয়ারে ১৬৩টি টেস্ট ম্যাচ খেলে ১১ বার সেরা হয়েছেন।
বিশ্বকাপ জয় থেকে দুই ফর্ম্যাটের সর্বোচ্চ রানসংগ্রাহক, সচিনের দখলে নেই, এমন খুব কম ব্যাটিং রেকর্ডই রয়েছে।
তাই 'মাস্টার ব্লাস্টার'কে এই তালিকার শীর্ষে দেখে কেউই অবাক হবেন না। সচিন ২০০টি টেস্টে ১৪ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -