ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বাধিক রান রয়েছে এই পাঁচ ভারতীয়র, শীর্ষে সৌরভ
ICC Champions Trophy Final: ২৫ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ ভারত বনাম নিউজিল্যান্ড। আজ ভারতীয় ব্যাটিং লাইন আপের কোন ব্যাটার জ্বলে উঠবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফি
1/10
দেশের ক্রিকেট ইতিহাসের অন্য়তম সেরা অলরাউন্ডার। সম্প্রতি কোচ গৌতম গম্ভীরও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রবীন্দ্র জাডেজার।
2/10
২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেই ম্য়াচে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার। বল হাতেও ম্য়াজিত দেখিয়েছিলেন টুর্নামেন্টে।
3/10
এই মানুষটির নাম তালিকায় থাকবে না, তা হয় নাকি! তিনি বিরাট কোহলি। দেশের বর্তমান সময়ের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন।
4/10
বিরাট কোহলি ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। ভারত ২০ ওভারে ১২৯ বোর্ডে তুলে নিয়েছিল। যা বোলারদের দুরন্ত পারফরম্য়ান্স ডিফেন্ডও করে নেয়।
5/10
মাস্টার ব্লাস্টারের নামও রয়েছে তালিকায়। কিংবদন্তি সচিন তেন্ডুলকর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গুরুত্বপূর্ণ ৬৯ রানের ইনিংস খেলেছিলেন।
6/10
২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ৬৯ রান করেছিলেন সচিন। সৌরভের সঙ্গে জুটি বেঁধে লম্বা পার্টনারশিপও করেন। যদিও ম্য়াচ বাঁচানো সম্ভব হয়নি।
7/10
২০২৪ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। সেই টুর্নামেন্টে হার্দিক পাণ্ড্যর অলরাউন্ড পারফরম্য়ান্স নজর কেড়েছিল।
8/10
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হার্দিক পাণ্ড্য়র ইনিংসটি সব ভারতীয় ক্রিকেট প্রেমীর হৃদয় গাঁথা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বাঁচাতে না পারলেও আপ্রাণ চেষ্টা করেছিলেন হার্দিক। ৪৩ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।
9/10
তালিকায় সবার আগে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক, বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০০ সালে তাঁর নেতৃত্বেই কিউয়িদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল ভারত।
10/10
সেদিনের ম্য়াচে ১১৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। ভারত ২৬৪ রান বোর্ডে তুলে নেয়। কিন্তু ভারত যদিও সেই ম্য়াচ বাঁচাতে পারেনি। তব সৌরভের ইনিংসটি এখনও স্মরণীয় হয়ে রয়েছে।
Published at : 09 Mar 2025 10:51 AM (IST)