CWC Qualifiers: কোহলি, বাবরের সঙ্গে একই সারিতে স্বপ্নের ফর্মে থাকা শন উইলিয়ামস
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্বপ্নের ফর্মে রয়েছেন শন উইলিয়ামস। ওমানের বিরুদ্ধে টুর্নামেন্টের তৃতীয় শতরান হাঁকান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওমানের বিরুদ্ধে ১৪২ রানের দুরন্ত ইনিংসে দলকে তো জেতালেনই পাশাপাশি বিরাট কোহলি, বাবর আজমদের বিশেষ তালিকায়ও সামিল হলেন তিনি।
নিজের শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে উইলিয়ামস যথাক্রমে ১৪২, ১৭৪, ২৩, ৯১, ও ১০২ রান করেছেন।
চলতি টুর্নামেন্টে ১৪৯ স্ট্রাইক রেটে উইলিয়ামসের মোট সংগ্রহ ৫৩২ রান।
ওয়ান ডের ইতিহাসে টানা পাঁচ ইনিংস এটি কোনও ব্যাটারে মোট সংগ্রহ করা তৃতীয় সর্বাধিক রান।
এই তালিকায় শন উইলিয়ামসের থেকে একমাত্র ভারত ও পাকিস্তানের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও বাবর আজম এগিয়ে রয়েছেন।
কোহলি টানা পাঁচ ওয়ান ডে ইনিংসে সর্বকালের সর্বাধিক ৫৯৬ রান করেছেন। বাবরের সংগ্রহ সেখানে ৫৩৭ রান।
উইলিয়ামস এই তালিকায় ম্যাথু হেডেন (৫২৯) ও ফখর জামানকে (৫১৫) পিছনে ফেলে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -