ICC Rankings: ভারতের কোন বোলাররা ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছেন?
সদ্যই আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে জস হ্যাজেলউডকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন মহম্মদ সিরাজ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘ তিন বছর জাতীয় ওয়ান ডে দলের বাইরে থাকলেও গত বছর প্রত্যাবর্তনের পর তাঁকে আর ফিরে তাকাতে হয়নি।
তবে সিরাজ কিন্তু প্রথম নয়, বরং ষষ্ঠ ভারতীয় হিসাবে ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন।
ভারতীয় সবথেকে কম, মাত্র ২১ ম্যাচ খেলে শীর্ষে পৌঁছেছেন সিরাজ। দিনের বিচারে (১৪৭১) তিনি দ্বিতীয় দ্রুততম।
মনিন্দর সিংহ ভারতের হয়ে মাত্র ৫৯টি ওয়ান ডে খেললেও, তিনিই প্রথম ভারতীয় হিসাবে ১৯৮৭ সালে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছন।
ঠিক তার পরের বছরই কিংবদন্তি কপিল দেব ২২.১৪ গড়ে ২১টি উইকেট নেওয়ায় শীর্ষে পৌঁছন।
ভারতের হয়ে সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক উইকেট নেওয়ার কৃতিত্ব অনিল কুম্বলের দখলে। ১৯৯৬ সালে ৬১টি উইকেট নিয়ে তিনি শীর্ষে পৌঁছন।
কুম্বলের পর দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা। ২০১৩ সালে ৫২ উইকেট নিয়ে ওয়ান ডের এক নম্বর বোলার হয়ে সেই অপেক্ষার অবসান ঘটান রবীন্দ্র জাডেজা।
ভারতীয় বোলিং আক্রমণের স্তম্ভ যশপ্রীত ২০১৮ ও গত বছর আইসিসির বিচারে এক নম্বর ওয়ান ডে বোলারের স্থান দখল করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -