ICC Women's T20 World Cup: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরে যে পাঁচ তারকা ব্যাটার
তালিকায় সবার প্রথমে থাকবেন স্মৃতি মন্ধানা। শেফালি ভার্মার সঙ্গে ভারতের টপ অর্ডারকে সামলানোর অন্যতম কারিগর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত মোট ১১২টি টি-টোয়েন্টি ম্য়াচে ২৬৫১ রান করেছেন স্মৃতি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও স্মৃতির ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সবাই।
নিউজিল্যান্ডের সোফি ডিভাইন রয়েছেন এই তালিকায়। তাঁর হার্ড হিটিংয়ের জন্য কিউয়িদের ব্যাটিংয়ের গভীরতা বেড়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে নেমে নিজেকে প্রমাণ করতে চাইবেন সোফি গ্রুপ পর্বের ম্যাচে।
কিউয়ি এই ব্য়াটার ২০২০ সালের বিশ্বকাপে ৪ ম্যাচে ১৩২ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল ৭৫ রান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন হিলি ম্যাথিউজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মহিলা ওয়েস্ট ইন্ডিজ দলেরও সদস্য ছিলেন তিনি।
এখনও পর্যন্ত মোট ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে ২৬১ রান করেছেন হিলি। তার মধ্যে রয়েছে দুটো অর্ধতরান। সর্বোচ্চ ৬৬।
অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটারদের একজন বেথ মুনি। ওয়ান ডে ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলে ১৯৪১ রান করেছেন ৫২.৪৫ গড়ে।
২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজর কেড়েছিলেন বেথ মুনি। তিনি সেবার ৬ ম্যাচে তিনি সেবার ২৫৯ রান করেছিলেন। তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন।
অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের সেরা ব্যাটার এলিসা হিলি। তিনি ওয়ান ডে ফর্ম্যাটে ৯৪ ম্যাচে ২৬৩৯ রান করেছিলেন।
হিলি টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৩৬ ম্যাচে ২৩০০ রান করেছেন। এবারের বিশ্বকাপেও হিলির ব্যাটের দিকে তাকিয়ে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -