Shardul Thakur: আইপিএল নিলামে দল পাননি, এবার লজ্জার এক রেকর্ডও গড়ে ফেললেন ভারতীয় তারকা
জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে ৮৩টি ম্যাচ খেলেছেন তিনি। মিডিয়াম পেসারের ব্যাটের হাতও ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইপিএলেও রয়েছে অগাধ অভিজ্ঞতা। ৯৫ ম্যাচ খেলে পেয়েছেন ৯৪ উইকেট।
শার্দুল ঠাকুরকে ক্রিকেটপ্রেমীরা ভালবেসে লর্ড শার্দুল নামে ডাকেন। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের মতো দলের হয়ে আইপিএলে খেলেছেন।
তবে এবারের আইপিএলের মেগা নিলামে উপেক্ষিত শার্দুল। মুম্বইয়ের পেসারকে নিয়ে কোনও দলই আগ্রহ দেখায়নি।
মন খারাপের মধ্যে শার্দুলের যন্ত্রণা বাড়াল লজ্জার এক রেকর্ড। যা যে কোনও বোলারের কাছেই দুঃস্বপ্নের মতো।
শুক্রবার ঘরোয়া ক্রিকেটের টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে কেরলের মুখোমুখি হয়েছিল মুম্বই। সেই ম্যাচে ৪ ওভারে ৬৯ রান খরচ করেছেন শার্দুল।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ইতিহাসে এটাই যুগ্মভাবে এক ওভারে কোনও বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার নজির। চলতি টুর্নামেন্টেই হরিয়ানার বিরুদ্ধে অরুণাচল প্রদেশের আর রাহুল ৪ ওভারে ৬৯ রান দিয়েছেন। শার্দুলও সেই তালিকায় যোগ দিলেন।
শার্দুল এক উইকেট পেয়েছেন। সেটাই ডানহাতি পেসারের কাছে একমাত্র সান্ত্বনা।
সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে ৪ ওভারে ৬৭ রান খরচ করার নজির রয়েছে হায়দরাবাদের পি নাইডু (বনাম মুম্বই, ২০১০), কর্নাটকের বি অখিল (বনাম তামিলনাড়ু, ২০১০) ও অরুণাচল প্রদেশের এল টেহি (বনাম বাংলা, ২০১৯)-র।
কেরলের ২৩৪/৫ স্কোরের জবাবে ১৯১/৯-এ আটকে যায় মুম্বই। ৪৩ রানে ম্যাচ হেরে গিয়েছে মুম্বই। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -