Cheteshwar Pujara: শততম টেস্টের আগে এক নজরে পূজারার অনবদ্য পারফরম্যান্সগুলি
নিজের কেরিয়ারের মাত্র ষষ্ঠ টেস্ট ম্যাচেই প্রথম আন্তর্জাতিক টেস্ট দ্বিশতরান হাঁকান চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে পূজারা ২০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূজারার দ্বিশতরানে ভর করে ভারতীয় দল ৫২১ রান তোলে। ইংল্যান্ড লড়াই করলেও ভারত ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৪১ রান করেন পূজারা।
২০১৫ সালে টেস্ট কামব্যাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করতে বলা হয় পূজারাকে। সিংহভভাগ ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও পূজারা অপরাজিত ১৪৫ রানের ইনিংসে ভারত ৩১২ রান করে।
অ্যাঞ্জেলো ম্যাথিউজের দুরন্ত শতরান সত্ত্বেও পূজারার শতরানের সুবাদেই ভারত ১১৭ রানে ম্যাচটি জেতে।
২০১৮ সালে ফের একবার ব্যাট হাতে ভারতের হয়ে একা লড়াই করেন পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৩২ রান করেন তিনি।
পূজারার শতরানে ভর করে ভারত ২৭৩ রান করে প্রথম ইনিংসে। তবে মঈন আলির দাপটে টিম ইন্ডিয়া ৬০ রানে ম্যাচে পরাজিত হয়।
২০১৮ সালের আগে অস্ট্রেলিয়ার মাটিতে কোনোদিনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। সেখানে পূজারা এক ম্যাচে ১২৩ ও ৭১ রানের দুইটি ইনিংস খেলেন।
পূজারার ব্যাটে ভর করেই ভারত ৩১ রানে ম্যাচ জেতে। অজিভূমে ভারত প্রথম টেস্ট সিরিজ জয়ে পূজারা সর্বোচ্চ ৫২১ রানও করেন।
বছর দু'য়েক আগে অজিভূমে ফের ব্যাট হাতে জ্বলে উঠেন ভারতের ব্যাটিং স্তম্ভ।
প্রথম টেস্টে চূর্ণ-বিচূর্ণ হওয়ার পর সিডনিতে একের পর এক আঘাত সত্ত্বেও ক্রিজে টিকে থাকেন তিনি। ৫৬ ও ৭৭ রানের দুই ইনিংসে ভারতকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন পূজারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -