Border-Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে দাপট দেখিয়েছেন এই ভারতীয়রা
পাঁচ মাস পরে চোট সারিয়ে এই সিরিজেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন রবীন্দ্র জাডেজা। আর প্রত্যাবর্তন সিরিজেই দুরন্ত পারফর্ম করছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাডেজা সিরিজে সর্বাধিক ১৭টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও তিনি ৯৬ রান করেছেন।
সিরিজ শুরু হওয়ার আগে রোহিত শর্মার ফর্ম নিয়ে বেশ চর্চা ছিল। তবে এই সিরিজে আপাতত রোহিতই সর্বাধিক রান করেছেন।
তিনি একটি শতরানসহ সিরিজে ৬১-র গড়ে মোট ১৮৩ রান করেছেন। এর পাশাপাশি রোহিতের অধিনায়কত্বও কিন্তু বেশ নজর কেড়েছে।
অক্ষর পটেল বল হাতে সিরিজে বাকি স্পিনারদের মতো তেমন সাফল্য পাননি বটে। মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে দুই টেস্টেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি।
চাপের মুখে দ্বিতীয় টেস্টে অক্ষরের ৭৪ রানের ইনিংস ম্যাচের রং বদলাতে বড় ভূমিকা নেয়।
জাডেজার জুড়িদার আর অশ্বিনও কিন্তু গোটা সিরিজেই দুরন্ত পারফর্ম করছেন। ব্যাট হাতে তিনি ৬০ রান করেছেন।
সিরিজ শুরুর আগে অশ্বিনের স্পিন ভেল্কি সামলাতে তাঁর ডুপ্লিকেটকেও অনুশীলনে হাজির করেছিল অস্ট্রেলিয়া। তবে লাভের লাভ কিছুই হয়নি। তিনি ইতিমধ্যেই ১৪টি উইকেট নিয়ে ফেলেছেন।
সিরিজ শুরুর আগে ভারতীয় স্পিনারদের নিয়েই সিংহভাগ আলাপ আলোচনা হচ্ছিল। তবে মহম্মদ শামি কিন্তু বল হাতে আগুন ঝরিয়েছেন।
শামি সিরিজে সাতটি উইকেট তো নিয়েইছেন, পাশাপাশি প্রথম টেস্টে ব্যাট হাতে ৩৭ রানের একটি ইনিংসও খেলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -