IND vs AUS 2nd ODI: ফিরছেন রোহিত, দ্বিতীয় ওয়ান ডেতে কোন ভারতীয় তারকা একাদশ থেকে বাদ পড়বেন?
পারিবারিক কারণে প্রথম ওয়ান ডেতে খেলননি রোহিত শর্মা। তবে দ্বিতীয় ম্যাচে ফিরছেন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিত ফিরলে একজন ওপেনারকে জায়গা ছাড়তেই হবে। সম্ভবত শুভমন গিলই রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন।
গত ম্যাচে বড় রান করতে ব্যর্থ হন বিরাট। তবে বিরাট কোহলির খেলা নিয়ে কোনও প্রশ্নচিহ্ন নেই।
টি-টোয়েন্টির ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও, ওয়ান ডেতে কিন্তু সূর্য বড় ইনিংস খেলতে ব্যর্থ হচ্ছেন। তবে আজ তিনি আবারও সুযোগ পেতে পারেন।
গত ম্যাচে অনবদ্য অর্ধশতরান করে সব সমালোচকদের জবাব দিয়েছেন কেএল রাহুল। শুধু এই সিরিজ নয়, বিশ্বকাপের জন্যও পাঁচে রাহুলের জায়গাটা মোটামুটি পাকা বলেই মনে হচ্ছে।
রোহিত ফেরায় এই ম্যাচে হার্দিক পাণ্ড্যকে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না বটে, তবে তাঁর একাদশে থাকা নিয়ে কোনও সংশয় নেই।
রাহুলের সঙ্গে অপরাজিত শতরানের পার্টনারশিপের পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রবীন্দ্র জাজেজা। তাঁর দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন নেই বললেই চলে।।
অলরাউন্ডার হিসাবে দলকে ভারসাম্য দেন শার্দুল ঠাকুর।
কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের মধ্যে একজন স্পিনার এই ম্যাচে খেলবেন।
গত ম্যাচে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস শুরু করেন মহম্মদ শামি। বুমরার অনুপস্থিতিতে তিনিই ভারতীয় বোলিং বিভাগের নেতা।
শামির পাশাপাশি প্রথম ওয়ান ডেতে মহম্মদ সিরাজও তিন উইকেট নেন। সম্ভবত তাঁকে এবং শামিকে নতুন বল হাতে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -