IND vs IRE: হরমনপ্রীতের নজির গড়ার দিনে আয়ার্ল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ভারত

Harmanpreet Kaur: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন হরমনপ্রীত কৌর।

বিশ্বকাপের শেষ চারে ভারত (ছবি: বিসিসিআই ট্যুইটার)

1/9
বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
2/9
এই ম্যাচেই নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন হরমনপ্রীত কৌর।
3/9
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টিম ইন্ডিয়ার ওপেনারর শুরুতেই ৬২ রানের পার্টনারশিপও গড়েন।
4/9
তবে শেফালি ভার্মা বেশ মন্থর একটি ইনিংস খেলেন। শেফালি ২৯ বলে ২৪ রান করেন।
5/9
অবশ্য শেফলি বড় রান করতে না পারলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানা ৫৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।
6/9
লরা ডিলেনি তিন উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দিলেও, মান্ধানার ব্যাটে ভর করেই ভারত ১৫৫/৬ স্কোর করে।
7/9
জবাবে প্রথম ওভারে নতুন বল হাতে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন রেণুকা সিংহ। তিনি একটি উইকেট নেন ও একটি রান আউট হয়।
8/9
প্রাথমিক ধাক্কা সামলে আয়ার্ল্যান্ডের হয়ে ডিলেন ও গ্যাবি লুইস ভালই ব্যাট করছিলেন। তবে বৃষ্টি বিঘ্ন ঘটায়।
9/9
আয়ার্ল্যান্ড দল ডার্কওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে পরাজিত হয়। ম্যাচ জিতে তৃতীয় দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় ভারত।
Sponsored Links by Taboola