IND vs IRE: হরমনপ্রীতের নজির গড়ার দিনে আয়ার্ল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে ভারত
বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্যাচেই নজির গড়লেন ভারতীয় অধিনায়ক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়লেন হরমনপ্রীত কৌর।
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। টিম ইন্ডিয়ার ওপেনারর শুরুতেই ৬২ রানের পার্টনারশিপও গড়েন।
তবে শেফালি ভার্মা বেশ মন্থর একটি ইনিংস খেলেন। শেফালি ২৯ বলে ২৪ রান করেন।
অবশ্য শেফলি বড় রান করতে না পারলেও আরেক ওপেনার স্মৃতি মান্ধানা ৫৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন।
লরা ডিলেনি তিন উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলে দিলেও, মান্ধানার ব্যাটে ভর করেই ভারত ১৫৫/৬ স্কোর করে।
জবাবে প্রথম ওভারে নতুন বল হাতে ভারতের হয়ে শুরুটা দারুণ করেন রেণুকা সিংহ। তিনি একটি উইকেট নেন ও একটি রান আউট হয়।
প্রাথমিক ধাক্কা সামলে আয়ার্ল্যান্ডের হয়ে ডিলেন ও গ্যাবি লুইস ভালই ব্যাট করছিলেন। তবে বৃষ্টি বিঘ্ন ঘটায়।
আয়ার্ল্যান্ড দল ডার্কওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে পরাজিত হয়। ম্যাচ জিতে তৃতীয় দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যায় ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -