Shardul Thakur Marriage: সাতপাকে বাঁধা পড়লেন তারকা ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর

Shardul Thakur: ২৭ ফেব্রুয়ারিই বাগদত্তা মিতালির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন শার্দুল ঠাকুর।

সাতপাকে বাঁধা পড়লেন শার্দুল-মিতালি (ছবি: শার্দুলের ইনস্টাগ্রাম)

1/9
দীর্ঘদিনের বান্ধবী তথা বাগদত্তা মিতালি পারুলকরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর।
2/9
গত বছরের ২৯ নভেম্বর এক ঘরোয়া অনুষ্ঠানেই আংটি বদল পর্ব সেরে রেখেছিলেন শার্দুল-মিতালি।
3/9
এবার সাতপাকে বাঁধা পড়লেন শার্দুল ও মিতালি। এই বিয়েতে অবশ্য দুইজনেরই পরিবার পরিজনের পাশাপাশি বন্ধু-বান্ধরাও উপস্থিত ছিলেন।
4/9
বিগত মাস দু'য়েকের মধ্যে শার্দুল চার নম্বর ভারতীয় ক্রিকেটার যিনি বিয়ের পিঁড়িতে বসলেন।
5/9
খবর অনুযায়ী নববধূ মিতালি পেশায় একজন বিজনেসওমেন এবং তাঁর একটি স্টার্টআপ কোম্পানিও আছে।
6/9
শার্দুলের এই বিয়েতে তাঁর জাতীয় দলের সতীর্থ শ্রেয়স আইয়ারের উপস্থিতিতে বিয়ের আগে রাতে তাঁকে গান নাচ করতে দেখা গিয়েছিল।
7/9
তাঁর বিয়েতে শ্রেয়স তো উপস্থিত ছিলেনই, ছিলেন দীপক চাহারের মতো আর বেশ কয়েকজন ভারতীয় তারকা।
8/9
চাহালের আংটি বদল অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বিয়েতেও সস্ত্রীক রোহিত শর্মাকে দেখা যায়।
9/9
প্রসঙ্গত, শার্দুল ঠাকুরকে আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে।
Sponsored Links by Taboola