Ranbir-Sourav Meeting: ইডেনে সৌরভ-রণবীর সাক্ষাৎ, প্রাক্তন ভারতীয় অধিনায়কের বায়োপিকে কি নামভূমিকায় রণবীরই?
রবিবাসরীয় ইডেনে চাঁদের হাট। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন রণবীর কপূর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহরে নিজের সিনেমার প্রচারে এসেছেন রণবীর। ইডেনে সৌরভের তত্ত্বাবধানে অনুশীলন সারছে দিল্লি ক্যাপিটালস।
সৌরভকে দেখেই তাঁর দিকে এগিয়ে যান রণবীর। করমর্দনের পর হাসিমুখে ছবিও তোলেন দুইজনে।
এই সাক্ষাৎকারের পরেই সৌরভের বায়োপিকে রণবীরের অভিনয় করার জল্পনা আরও কিছুটা বাড়লই বটে।
তারকাদের দেখতে রবিবাসরীয় ইডেনে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। দুই তারকা এদিন ইডেনে এক প্রদর্শনী ম্যাচও খেলেন।
রণবীরের আসন্ন সিনেমার নামের আদলে রণবীরের দলে নাম রাখা হয়েছিল রণবীরস মক্কার, আর সৌরভের দলের নাম সৌরভস ঝুটি। এই ম্যাচে প্রাক্তন বাংলা ক্রিকেটার তথা সৌরভের ঘণিষ্ঠ বন্ধু সঞ্জয় দাসকেই খেলতে দেখা যায়।
তবে সৌরভের বায়োপিকে আদৌ রণবীর অভিনয় করবেন কি না, সেই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। আগামী এক বছর রণবীরের ঠাসা সূচিই বাঁধা হয়ে দাঁড়াচ্ছে।
আপাতত চিত্রনাট্য লেখার কাজই চলছে। সেই কাজ শেষ হলে চিত্রনাট্য পড়ার পরেই রণবীর সৌরভের বায়োপিকে অভিনয় করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -