Virat Kohli Record: দ্রুততম ব্যাটার হিসাবে ২৫ হাজার আন্তর্জাতিক রান করলেন বিরাট, তালিকায় আর কারা রয়েছেন?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টেই দ্রুততম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৪৯২ ইনিংসে ২৫ হাজার রানের গণ্ডি পার করেন তিনি। ৫৩.৬৪ গড়ে তিনি রান করেছেন।
বিরাট কোহলি আরেক ভারতীয় তারকা সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন।
সচিন ৫৭৭টি ইনিংসে ২৫ হাজার রানের গণ্ডি পার করেছিলেন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক রিকি পন্টিং।
তিনি সচিনের থেকে ১১ ইনিংস বেশি ৫৮৮ ইনিংসে ২৫ হাজার আন্তর্জাতিক রান করেছেন।
তালিকায় প্রথম তিন তারকা বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলতেন। তবে জ্যাক ক্যালিস অলরাউন্ডারের ভূমিকায় খেললেও তিনি এই তালিকায় রয়েছেন।
৫৯৪ ইনিংসে তিনি ২৫ হাজার রানের গণ্ডি পার করেন।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তিনি ৬০৮ ইনিংসে ২৫ হাজার পূর্ণ করেন।
৪৬.৭৭ গড়ে শ্রীলঙ্কান কিংবদন্তি মোট ২৮০১৬ রান করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -