Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ 2nd Test: ৪৩৩১ দিন পর হার, ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে পরাজিত হয়ে একাধিক হতাশাজনক রেকর্ড ভারতের
দুই ইনিংসেই জঘন্য ব্যাটিং পারফরম্যান্সের মাশুল গুণল টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেঙ্গালুরুর পর পুণেতেও মাত্র তিন দিনে পরাজিত হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খোয়াতে হল টিম ইন্ডিয়াকে।
২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে হারের পর থেকে নাগাড়ে ১৮টি টেস্ট সিরিজ় ঘরের মাটিতে জিতেছিল টিম ইন্ডিয়া। ১২ বছর পর আবার হারতে হল।
সেই সিরিজ়েই শেষবার ঘরের মাঠে মুম্বই ও কলকাতায়, পরপর দুই ম্যাচ হেরেছিল ভারত। এখানেও তেমনটা হল।
৪৩৩১ দিন ধরে ঘরের মাটিতে সিরিজ়ে অপরাজিত থাকার রেকর্ড, টেস্ট ইতিহাসে আর কোনও দলের নেই।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারতে হল ভারতীয় দলকে।
এর আগে ১৯৬৯ ও ২০০৩ সালে কিউয়িরা দুই বার এ দেশের মাটিতে সিরিজ় ড্র করলেও, এই প্রথমবার জয় পেল তাঁরা।
ঘরের মাঠে ১৫টি টেস্টে রোহিতের তত্ত্বাবধানে চতুর্থবার পরাজিত হল ভারতীয় দল।
ম্যাক পতৌদি বাদে ঘরের মাঠে আর কোনও ভারতীয় অধিনায়ক রোহিতের থেকে বেশি টেস্ট হারেননি। ছবি: বিসিসিআই/আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -