IND vs NZ 2nd Test: ৪৩৩১ দিন পর হার, ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে পরাজিত হয়ে একাধিক হতাশাজনক রেকর্ড ভারতের
India vs New Zealand: ১১৩ রানে পুণেতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়ে তিন ম্যাচের সিরিজ় খোয়াল ভারত।
পুণেতে কিউয়িদের বিরুদ্ধে তিনদিনেই হার ভারতের (ছবি: বিসিসিআই)
1/9
দুই ইনিংসেই জঘন্য ব্যাটিং পারফরম্যান্সের মাশুল গুণল টিম ইন্ডিয়া।
2/9
বেঙ্গালুরুর পর পুণেতেও মাত্র তিন দিনে পরাজিত হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় খোয়াতে হল টিম ইন্ডিয়াকে।
3/9
২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-২ স্কোরলাইনে হারের পর থেকে নাগাড়ে ১৮টি টেস্ট সিরিজ় ঘরের মাটিতে জিতেছিল টিম ইন্ডিয়া। ১২ বছর পর আবার হারতে হল।
4/9
সেই সিরিজ়েই শেষবার ঘরের মাঠে মুম্বই ও কলকাতায়, পরপর দুই ম্যাচ হেরেছিল ভারত। এখানেও তেমনটা হল।
5/9
৪৩৩১ দিন ধরে ঘরের মাটিতে সিরিজ়ে অপরাজিত থাকার রেকর্ড, টেস্ট ইতিহাসে আর কোনও দলের নেই।
6/9
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজ় হারতে হল ভারতীয় দলকে।
7/9
এর আগে ১৯৬৯ ও ২০০৩ সালে কিউয়িরা দুই বার এ দেশের মাটিতে সিরিজ় ড্র করলেও, এই প্রথমবার জয় পেল তাঁরা।
8/9
ঘরের মাঠে ১৫টি টেস্টে রোহিতের তত্ত্বাবধানে চতুর্থবার পরাজিত হল ভারতীয় দল।
9/9
ম্যাক পতৌদি বাদে ঘরের মাঠে আর কোনও ভারতীয় অধিনায়ক রোহিতের থেকে বেশি টেস্ট হারেননি। ছবি: বিসিসিআই/আইসিসি
Published at : 26 Oct 2024 05:29 PM (IST)