IND vs AUS 1st Test: নাগপুরে অস্ট্রেলিয়াকে পর্যুদস্ত করে সিরিজে এগিয়ে গেল ভারত
নাগপুরে তৃতীয় দিনের শুরুতেই টড মার্ফির দুরন্ত বলে ৭০ রানে বোল্ড হন রবীন্দ্র জাডেজা। ভাঙে অষ্টম উইকেটে ৮৮ রানের পার্টনারশিপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাডেজা আউট হওয়ার পর শামি ও অক্ষর ৫২ রানের পার্টনারশিপ গড়েন। শামি ৩৭ রানের ইনিংস খেলেন।
প্যাট কামিন্স অক্ষরকে ৮৪ রানে সাজঘরে ফেরালে ৪০০ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হয়।
বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামার শুরুটা করেন আর অশ্বিন। উসমান খাওয়াজাকে ৫ রানে ফেরান ভারতের তারকা অফস্পিনার।
দ্বিতীয় ইনিংসে এক, দুই নয়, পাঁচ পাঁচটি উইকেট নেন অশ্বিন।
মাত্র ৯১ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অশ্বিন বাদে শামি ও অক্ষর পটেলও দুইটি করে উইকেট নেন।
প্রত্যাবর্তন ম্যাচে ৭০ রান ও সাতটি উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েও জরিমানা হল জাডেজার। আম্পায়ারকে না জানিয়ে আঙুলে ক্রিম লাগানোয় আইসিসি শাস্তি দিল তাঁকে।
এই ম্যাচেই নিজের টেস্ট কেরিয়ারের নবম শতরান হাঁকান রোহিত। এর আগে রোহিত শতরান করা সবকয়ক'টি টেস্টে জয় পেয়েছে ভারত। বজায় থাকল সেই অনবদ্য রেকর্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -