IND vs AUS 2nd Test: বল হাতে আগুন ঝরালেন শামি, প্রথম দিনশেষে ম্যাচের রাশ ভারতের হাতে
চেতেশ্বর পূজারার শততম টেস্টে তাঁকে বিশেষ টুপি দিয়ে অভ্যর্থনা জানান গাওস্কর। টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওপেনাররা ৫০ রান করলেও, ডেভিড ওয়ার্নারকে ১৫ রানে ফেরান শামি।
মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ কেউই বড় রান করতে পারেননি। লাবুশেন ১৮ ও স্মিথ শূন্য রানে আউট হন।
টপ অর্ডারের সিংহভাগ ব্যাটার ব্যর্থ হলেও, উসমান খাওয়াজা কিন্তু দুরন্ত ৮১ রানের ইনিংস খেলেন। এক হাতে অনবদ্য ক্যাচ ধরে তাঁকে সাজঘরে ফেরান রাহুল।
১৬৮ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে এই অবস্থা থেকেই প্যাট কামিন্স ও পিটার হ্যান্ডস্কম্ব লড়াই শুরু করেন।
সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করেন হ্যান্ডস্কম্ব। তবে এক ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ফের একবার অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেন জাডেজা।
হ্যান্ডস্কম্ব শেষমেশ ৭২ রানে অপরাজিত থাকেন। তিনি জীবনদান পেলেও অপরপক্ষের ব্যাটার আউট হয়ে যাওয়ায় খুব বেশি লাভ তোলা সম্ভব হয়নি।
২৬৩ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ভারত প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ২১ রানে তোলে।
এই ম্যাচেই দ্রুততম ভারতীয় হিসাবে ২৫০ উইকেট ও ২৫০০ রানের যুগ্ম কীর্তি গড়েন। তিনি ৬২ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -