IND vs AUS 2nd Test: সুযোগ পাবেন শ্রেয়স? রাহুল না গিল, কে করবেন ওপেন? কেমন হবে ভারতীয় একাদশ?
১৩তম ভারতীয় খেলোয়াড় হিসাবে শততম টেস্ট খেলতে নামবেন চেতেশ্বর পূজারা। ম্য়াচের আগে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁকে গভীর আলোচনায় মগ্ন থাকতে দেখা গেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ম্য়াচেই শতরানের খরা কাটিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সামনে নিজের ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ।
তবে রোহিত কঠিন পিচে শতরান হাঁকালেও, তাঁর সঙ্গী ওপেনার কেএল রাহুল ব্য়র্থ হয়েছেন। দলে তাঁর জায়গা নিয়েও উঠছে প্রশ্ন।
রাহুলের উপরেই টিম ম্য়ানেজমেন্ট আবারও আস্থা রাখে না, ইনফর্ম শুভমন গিল একাদশে সুযোগ পান, সেইদিকে বিশেষ নজর থাকবে।
ঘরের মাঠ দিল্লিতে ম্য়াচ খেলতে নামার আগে ভারতীয় অনুশীলনে বিরাট কোহলিকে বেশ ফুরফুরে দেখাল। তিনি অবশ্য দলের সঙ্গে থাকছেন না, বরং নিজের বাড়ি থেকেই এতদিন আসা যাওয়া করেছেন।
নজর থাকবে শ্রেয়স আইয়ারের দিকেও। চোট সারিয়ে তিনি সদ্য দলে ফিরেছেন। কোচ দ্রাবিড় জানিয়েছেন ম্য়াচফিট হলে শ্রেয়সের একাদশে থাকা নিশ্চিত।
শ্রেয়স সুযোগ পেলে সেক্ষেত্রে গত ম্যাচে অভিষেক ঘটানো সূর্যকুমারকে আবার মাঠে বাইরেই বসতে হবে।
নিজের প্রত্যাবর্তন ম্যাচেই ৭ উইকেট ও ৭০ রান করে ম্যাচ সেরা হন রবীন্দ্র জাডেজা। তাঁর খেলা প্রায় নিশ্চিত।
জাডেজা ও অক্ষরের পাশাপাশি স্পিন ত্রিফলায় অজিদের বিঁধতে তৈরি থাকবেন আর অশ্বিনও। গত ম্যাচে আট উইকেট নেওয়া অশ্বিন কিন্তু বেশ ফর্মে রয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -