Ind vs Aus 3rd Test: বুমরার পাঁচ উইকেট সত্ত্বেও ব্রিসবেন হেডের ইতিহাস, স্মিথের সেঞ্চুরিতে ম্যাচের রাশ অজ়িদের হাতে

বিনা উইকেটে ২৮ রানে অস্ট্রেলিয়ার হয়ে দিনের শুরুটা করেছিলেন দুই ওপেনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
তবে বুমরার দুই ওপেনারকে আউট করতে খুব বেশি সময় লাগেনি। দুইজনকেই সাজঘরে ফেরান বুমরা।

তবে এরপরে স্মিথ ও লাবুশেন বেশ জমাটি পার্টনারশিপে অজ়ি ইনিংস থিতু করেন। উইকেট পড়ছে না বলে সিরাজ এক বিশেষ পরিকল্পনা নেন। সোজা গিয়ে বেল ওলট পালট করেন তিনি। যদিও সঙ্গে সঙ্গেই লাবুশেন আবার আগের স্থানেই বেলগুলিকে রেখে দেন।
তবে তাতে তাঁর উইকেট রক্ষা করতে পারেননি তিনি। পরের ওভারেই ২২ রানে নীতীশ রেড্ডির বলে সাজঘরে ফেরেন তিনি।
এরপরে ক্রিজে নামেন গত ম্যাচের সেঞ্চুরি হেড। স্মিথ যেখানে দেখেশুনে নিজের ইনিংস খেলেন, সেখানে হেড বিধ্বংসী মেজাজে ব্যাটিং চালান।
দেখতে দেখতেই এক ঐতিহাসিক সেঞ্চুরি পূরণ করে ফেলেন। ভারতের বিরুদ্ধে বিগত ছয় ইনিংসে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি।
১৮৫ বলে নিজের টেস্ট কেরিয়ারের ৩৩তম সেঞ্চুরিটি পূরণ করেন স্মিথ। স্টিভ ওয়ার ৩২ সেঞ্চুরির রেকর্ড ছাপিয়ে গেলেন তিনি। ২৫ ইনিংস পরে এই সেঞ্চুর নিঃসন্দেহে তাঁকে সন্তুষ্ট করবে।
ঠিক যখন মনে হচ্ছিল ভারতের হাত থেকে ম্যাচে নাগালের বাইরে চলে যাচ্ছে, তখনই আবার বল হাতে নিয়ে জ্বলে উঠেন বুমরা। নিজের পরপর দুই ওভারে স্মিথকে ১০১, হেডকে ১৫২ ও মিচেল মার্শকে পাঁচ রানে সাজঘরে ফেরান তিনি।
আবারও এক ইনিংসে পাঁচ উইকেট নেন বুমরা। এটি এশিয়ার বাইরে বুমরার ১০ নম্বর পাঁচ উইকেট। কপিল দেবের নয়বার ইনিংসে ৫ উইকেটের রেকর্ড টপকে গেলেন তিনি। সবমিলিয়ে বুমরার এটি ১২তম বার এক ইনিংসে পাঁচ উইকেট। এক্ষেত্রে তিনি জাহির খানকে পিছনে ফেলে দিলেন।
লাবুশেন ও স্টিভ স্মিথের ২৪১ রানের পার্টনারশিপে ভর করেই অস্ট্রেলিয়া ম্য়াচের রাশ নিজেদের হাতে তুলে নিল। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর সাত উইকেটের বিনিময়ে ৪০৫। ছবি- আইসিসি/বিসিসিআই এক্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -