IND vs AUS 4th Test: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোয়ালিফাই করতে কি আমদাবাদে জিততেই হবে ভারতকে?
তৃতীয় টেস্টে ভারতকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়াগা পাকা করে ফেলেছে অস্ট্রেলিয়ার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে টেস্টে পরাজিত হওয়ায় ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর টিকিট পাকা হয়নি। তাঁদেরকে ফাইনালে পৌঁছতে শেষ ম্যাচ জিততেই হবে।
চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় দল হিসাবে পৌঁছনোর লড়াইটা দুই পড়শি দেশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যেই। ভারতের দখলে বর্তমানে ৬০.২৯ পয়েন্ট রয়েছে।
আমদাবাদে ভারতীয় দল যদি চতুর্থ টেস্ট ম্যাচ জিতে নেয়, তাহলে নিশ্চিতভাবেই তাঁরা ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা পাকা করে নেবে, ছিটকে যাবে শ্রীলঙ্কা।
আমদাবাদে ভারতীয় দল যদি চতুর্থ টেস্ট ম্যাচ জিতে নেয়, তাহলে নিশ্চিতভাবেই তাঁরা ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা পাকা করে নেবে, ছিটকে যাবে শ্রীলঙ্কা।
তবে সেক্ষেত্রেও দ্বীপরাষ্ট্রকে নিউজিল্যান্ডের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচই জিততে হবে। একমাত্র তবেই শ্রীলঙ্কা ভারতকে পিছনে ফেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফাইনালে পৌঁছনোর ভাগ্য এখনও ভারতেরই হাতে রয়েছে। চতুর্থ টেস্টে দল কেমন পারফর্ম করে, এবার সেটাই দেখার।
তবে প্রথম তিন টেস্টে পিচ নিয়ে বাংরবার সমালোচনা শোনা গেলেও, চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলের কোচ ও অধিনায়ক, কেউই পিচকে একেবারেই বাড়তি গুরুত্ব দিতে নারাজ।
প্রসঙ্গত, ম্যাচ দেখতে মাঠে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ উপস্থিত থাকবেন। সম্ভবত প্রধানমন্ত্রী মোদি ম্যাচে কয়েন টস করবেন এবং তাঁকে ধারাভাষ্য দিতেও দেখা যেতে পারে বলে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -