2022 Top Best Selling Smartphones: গতবছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কোন ফোন? রইল সেরা দশের তালিকা
২০২২ সালের টপ বেস্ট সেলিং ফোনের তালিকায় রয়েছে মোট ৮টি আইফোন। কোন স্থানে কোন আইফোন মডেল রয়েছে দেখে নেওয়া যাক একঝলকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতবছরের নিরিখে বেস্ট সেলিং ফোনের শীর্ষে রয়েছে আইফোন ১৩। তারপরেই রয়েছে আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
তৃতীয় স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো ম্যাক্স। চতুর্থ স্থানে রয়েছে আইফোন ১৪ প্রো। পঞ্চম স্থানে রয়েছে আইফোন ১৩ প্রো।
ষষ্ঠ স্থানে রয়েছে আইফোন ১২। সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো। নবম স্থানে রয়েছে আইফোনের বাজেট মডেল আইফোন এসই (২০২২)।
২০২২ সালের টপ বেস্ট সেলিং ফোনের তালিকায় দশম স্থানে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ ফোন। বাকি সবটাই দখল করেছে আইফোনের বিভিন্ন মডেল।
অবশেষে নতুন রঙের ভ্যারিয়েন্টে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস লঞ্চ হয়েছে। হলুদ রঙে এখন পাওয়া যাচ্ছে এই দুই আইফোন মডেল।
আইফোন ১৪ সিরিজের অন্য দুই মডেল আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স- নতুন রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হয়নি।
গতবছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল আইফোন ১৪ সিরিজ। লঞ্চের পর আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস পাওয়া যাচ্ছিল ব্লু, মিডনাইট, পার্পল, স্টারলাইট এবং প্রোডাক্ট রেড- এই সমস্ত রঙের শেডে।
ভারতে আইফোন ১৪- র বেস মডেলের দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। অন্যদিকে আইফোন ১৪ প্লাস ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে ৮৯,৯০০ টাকা থেকে।
এই দুই আইফোনেই রয়েছে অ্যাপেলের এ১৫ বায়োনিক চিপসেট। এই দুই আইফোন ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যাট ডিভাইস। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -