IND vs AUS Final: বিশ্বকাপ ফাইনালে ৪৭ রানের ইনিংসেই জোড়া বিশ্বরেকর্ডের মালিক রোহিত শর্মা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে অর্ধশতরানও করেননি, তাতেই জোড়া বিশ্বরেকর্ড গড়ে ফেললেন রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
নিজের ইনিংসে তিনটি ছক্কা হাঁকান রোহিত। এর সুবাদেই রোহিত ক্রিস গেলের রেকর্ড ভাঙলেন।
বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড আগেই গেলের থেকে রোহিত নিজের দখলে করে নিয়েছিলেন। এবার এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক ওয়ান ডে ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত।
এতদিন পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের ৮৫ ছক্কা হাঁকানোর রেকর্ড সর্বাধিক ছিল। রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬টি ছক্কা হাঁকিয়ে ফেললেন।
রোহিত টুর্নামেন্ট শেষ করেন ৫৯৭ রান করে। এটিও অধিনায়ক হিসাবে বিশ্বরেকর্ড।
কেন উইলিয়ামসনের রেকর্ড ভাঙলেন ভারতীয় অধিনায়ক।
২০১৯ সালে কেন উইলিয়ামসনের ৫৭৮ রান এক বিশ্বকাপে কোনও অধিনায়কের করা সর্বাধিক রান ছিল। সেই রেকর্ড এখন রোহিতের দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -