IND vs AUS: কেন অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলা হল রোহিতকে? কী ব্যাখা দিলেন নির্বাচকপ্রধান অজিত আগরকর?
Rohit Sharma: খাতায় কলমে অধিনায়ক না থাকলেও, ভারতীয় সাজঘরে এখনও রোহিত, কোহলিরা সাজঘরের নেতাই, দাবি অজিত আগরকরের।
Continues below advertisement
আইসিসি ট্রফি জিতেও অধিনায়কত্ব হারালেন রোহিত
Continues below advertisement
1/10
আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম টেস্ট ম্য়াচশেষেই অস্ট্রেলিয়া সফরের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়।
2/10
জল্পনা শোনা যাচ্ছিলই। সেই জল্পনাকে সত্য়ি করে রোহিত শর্মাকে ভারতের ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল।
3/10
রোহিতের পরিবর্তে শুভমন গিলকে টেস্টের পাশাপাশি ভারতের ওয়ান ডে দলেরও অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।
4/10
বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা সত্ত্বেও 'হিটম্যান' অধিনায়কের পদ হারালেন। রোহিত শর্মাকে এই অধিনায়কত্ব বদলের বিষয়ে জানানো হয়েছে বলেই জানান আগরকর।
5/10
তাঁর দাবি, 'রোহিত শর্মাকে আমরা এই বিষয়ে জানিয়েছি। ও এটাকে কেমনভাবে নিয়েছে সেটা ওর আর নির্বাচক কমিটির মধ্যেকার বিষয়। রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি না জিতলেও এই সিদ্ধান্তটা সবসময়ই খুব কঠিন ছিল। তবে অনেক সময়ই ভবিষ্যতের কথাটা চিন্তা করে দলের জন্য সঠিক সিদ্ধান্তটা নেওয়া জরুরি হয়ে পরে। এই সিদ্ধান্তটা আমরা এখন নেব না ছয় মাস পর, এটাই খালি প্রশ্ন ছিল।'
Continues below advertisement
6/10
শুভমন গিলকে ২০২৭ সালের বিশ্বকাপের আগে ভারতীয় নির্বাচকরা অধিনায়ক হিসাবে যথেষ্ট সময় দিতে আগ্রহী বলে জানান আগরকর। তিনি বলেন, 'তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক নিয়ে খেলাটা কার্যত অসম্ভব আর এখন তো এই (ওয়ান ডে) ফর্ম্য়াট সবথেকে কমই খেলা হচ্ছে। আমরা চাই গিল যেন সবটা মানিয়ে গুছিয়ে নেওয়ার সময় পায়।'
7/10
তবে অধিনায়কত্ব হারালেও রোহিত অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে দলে রয়েছেন। আছেন বিরাট কোহলিও।
8/10
আগরকরের সাফ কথা খাতায় কলমে অধিনায়ক না হলেও, রোহিত, কোহলিরা এখনও নেতাই। 'আমার মতে খুব বেশি কিছু বদল হচ্ছে না। ওরা এখনও ওই সাজঘরের নেতা। আশা করছি পরিস্থিতি এমনই থাকবে। দুইজনেই এই ফর্ম্যাটে অত্যন্ত সফল এবং তেমনটা ভবিষ্যতে হবে বলেও আশাবাদী আমরা।' দাবি নির্বাচক প্রধানের।
9/10
গিল সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়ায় অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় নির্বাচকরা নতুন সহ-অধিনায়কও নির্বাচিত করেছেন।
10/10
টি-টোয়েন্টি দলে ব্রাত্য হলেও, শ্রেয়স আইয়ারকে ভারতের নতুন ওয়ান ডে সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ছবি- পিটিআই
Published at : 04 Oct 2025 10:00 PM (IST)