IND vs BAN 1st ODI: প্রথম ওয়ান ডেতে সুযোগ পাবেন বাংলার শাহবাজ? কেমন হবে ভারতীয় একাদশ?
ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিশ্বকাপ নিয়ে আপাতত চিন্তত নন ভারতীয় অধিনায়ক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিতের সঙ্গে শিখর ধবনই সম্ভবত ভারতের হয়ে ওপেন করতে নামবেন।
এই সিরিজে দলে ফিরেছেন বিরাট কোহলি। তিনিই তিন নম্বরে ব্যাট করতে নামবেন।
শিখর ধবন ওপেন করায় সম্ভবত মিডল অর্ডারে চার নম্বরেই ব্যাট করবেন কেএল রাহুল। তাঁর ফর্মের দিকে বিশেষ নজর থাকবে।
দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি দল থেকে বাদ পড়লে তা বেশ বিস্ময়েরই হবে।
ঈশান কিষাণ দলে থাকলেও কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
বাংলার শাহবাজ আমেদ ও অক্ষর পটেলের মধ্যে স্পিনার অলরাউন্ডার হিসাবে একজন সুযোগ পাবেন। এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে অক্ষর।
দীপক চাহার সম্ভবত দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে সুযোগ পাবেন।
শার্দুল ঠাকুর বা ওয়াশিংটন সুন্দর, পিচের পরিস্থিতি বুঝে পঞ্চম বোলার হিসাবে, দুইজনের একজন সুযোগ পাবেন।
বাংলাদেশের পিচ সাধারণত মন্থর গতির হয়। সেই পিচে উমরান মালিকের গতি প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে।
নতুন বলে দীপক চাহারের সঙ্গী হিসাবে মহম্মদ সিরাজের সুযোগ পাওয়ার সুযোগ প্রবল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -