IND vs BAN 1st ODI: প্রথম ওয়ান ডেতে সুযোগ পাবেন বাংলার শাহবাজ? কেমন হবে ভারতীয় একাদশ?
India vs Bangladesh: নিউজিল্যান্ড সিরিজে বিশ্রামে থাকলেও, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের।
কেমন হবে ভারতীয় একাদশ? (ছবি: বিসিসিআই ট্যুইটার)
1/11
ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। বিশ্বকাপ নিয়ে আপাতত চিন্তত নন ভারতীয় অধিনায়ক।
2/11
রোহিতের সঙ্গে শিখর ধবনই সম্ভবত ভারতের হয়ে ওপেন করতে নামবেন।
3/11
এই সিরিজে দলে ফিরেছেন বিরাট কোহলি। তিনিই তিন নম্বরে ব্যাট করতে নামবেন।
4/11
শিখর ধবন ওপেন করায় সম্ভবত মিডল অর্ডারে চার নম্বরেই ব্যাট করবেন কেএল রাহুল। তাঁর ফর্মের দিকে বিশেষ নজর থাকবে।
5/11
দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি দল থেকে বাদ পড়লে তা বেশ বিস্ময়েরই হবে।
6/11
ঈশান কিষাণ দলে থাকলেও কিপার-ব্যাটার হিসাবে ঋষভ পন্থের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
7/11
বাংলার শাহবাজ আমেদ ও অক্ষর পটেলের মধ্যে স্পিনার অলরাউন্ডার হিসাবে একজন সুযোগ পাবেন। এক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে অক্ষর।
8/11
দীপক চাহার সম্ভবত দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে সুযোগ পাবেন।
9/11
শার্দুল ঠাকুর বা ওয়াশিংটন সুন্দর, পিচের পরিস্থিতি বুঝে পঞ্চম বোলার হিসাবে, দুইজনের একজন সুযোগ পাবেন।
10/11
বাংলাদেশের পিচ সাধারণত মন্থর গতির হয়। সেই পিচে উমরান মালিকের গতি প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে।
11/11
নতুন বলে দীপক চাহারের সঙ্গী হিসাবে মহম্মদ সিরাজের সুযোগ পাওয়ার সুযোগ প্রবল।
Published at : 03 Dec 2022 11:50 PM (IST)