IND vs BAN ODI: ছন্দে থাকা শ্রেয়স থেকে অফ ফর্মের রাহুল, ভারত-বাংলাদেশ সিরিজে নজরে এই পাঁচ তারকা

India vs Bangladesh ODI: রবিবার ৪ ডিসেম্বর থেকে ভারত ও বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে একে অপরের মুখোমুখি হবে।

দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার (ছবি: শ্রেয়সের ট্যুইটার)

1/10
কিউয়িদের বিরুদ্ধে বিশ্রামে ছিলেন বিরাট কোহলি। তাই বিশ্বকাপের পর এই সিরিজেই প্রথমবার মাঠে নামবেন কোহলি।
2/10
বিরাট কোহলি যেখানেই খেলুন না কেন, তাঁর দিকে নজর থাকাটা খুবই স্বাভাবিক।
3/10
শাকিব আল হাসান বরাবরই বাংলাদেশের তুরুপের তাস। শাকিব ভাল পারফর্ম করলে সিংহভাগ সময় বাংলাদেশও ভাল পারফর্ম করে।
4/10
ব্যাট হোক বা বল, বাংলাদেশের তারকা অলরাউন্ডারের দিকে নজর থাকাটা খুবই স্বাভাবিক।
5/10
বিশ্বকাপে কেএল রাহুলের ফর্ম নিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। অনেকেই তাঁর দলে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্নচিহ্ন তুলেছিল।
6/10
এই সিরিজে তাই তাঁর ফর্মের দিকে বিশেষ নজর থাকবে। সমালোচকদের জবাব দিতে নিশ্চয়ই বদ্ধপরিকর হয়ে মাঠে নামবেন রাহুল।
7/10
হালে বাংলাদেশের সবথেকে ইনফর্ম ব্যাটার দলের তারকা ওপেনার লিটন দাস।
8/10
সিরিজে বাংলাদেশকে ভাল পারফর্ম করতে হলে লিটনের ব্যাট চলাটা ভীষণ গুরুত্বপূর্ণ।
9/10
বেশ কয়েকদিন ধরে সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আইয়ার। কিউয়িদের বিরুদ্ধে সিরিজেও তিনি ভাল পারফর্ম করেন।
10/10
শেষ ৫ ওয়ান ডে ইনিংসে তিনবার ৫০ রানের গণ্ডি পার করেছেন তিনি, যার মধ্যে আবার একটি শতরানও রয়েছে। তাই শ্রেয়সের দিকেও নজর থাকবে।
Sponsored Links by Taboola