IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট, বুমরাসহ গোটা ভারতীয় দলের সামনেই একাধিক রেকর্ড গড়ার হাতছানি
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দল যদি এই টেস্ট সিরিজ় ২-০ ব্যবধানে জিততে পারে তাহলেই ৯২ বছরের ইতিহাসে প্রথমবার টেস্টে টিম ইন্ডিয়ার জয়ের পরিমাণ হারের থেকে বেশি হবে।
৫৭৯টি টেস্টে ভারত ১৭৮টি ম্যাচ জিতেছে। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচেই জয় পেলে সেই সংখ্যা দাঁড়াবে ১৮০-তে।
সেক্ষেত্রে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের পর চতুর্থ সফলতম টেস্ট দল হয়ে যাবে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনেও এই সিরিজ়ে দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলার হাতছানি রয়েছে।
রোহিত ৫৯টি টেস্টে মোট ৮৪টি ছক্কা হাঁকিয়েছেন। আর সাতটি ছয় মারলেই সহবাগের ১০৩ টেস্টে ৯০টি ছয়ের রেকর্ড পার করে যাবেন তিনি।
আরেক মহাতারকা ভারতীয় ক্রিকেট বিরাট কোহলির সামনেও ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। তার জন্য কোহলির প্রয়োজন মাত্র ৫৮ রান।
তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯১ ইনিংসে মোট ২৬,৯৪২ রান করেছেন। আসন্ন সিরিজ়ে ৫৮ রান করলেই সচিন তেন্ডুলকরের ৬০০ ইনিংসে ২৭ হাজার রানের রেকর্ড ভেঙে দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন বিরাট।
পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে একটি সেঞ্চুরি হাঁকাতে পারলেই টেস্টে ডন ব্র্যাডমনের সেঞ্চুরির রেকর্ডকে পিছনে ফেলে দেবেন। ৩০টি টেস্ট সেঞ্চুরি হয়ে যাবে কোহলির।
দলের তারকা যশপ্রীত বুমরার সামনেও ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে। তিনি মাত্র তিনটি উইকেট নিলেই দশম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া বোলার হয়ে যাবেন। ছবি- বিসিসিআই এক্স/পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -