IND vs ENG 4th Test: ম্যাঞ্চেস্টারে ঘটতে পারে অভিষেক, ঘরোয়া ক্রিকেটে রয়েছে ইনিংসে ১০ উইকেটের নজির, কে এই অংশুল কম্বোজ?
Anshul Kamboj: অংশুল কম্বোজ দিনকয়েক আগেই ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড সফর করে গিয়েছেন।
ভারতীয় অনুশীলনে অংশুল কম্বোজ
1/9
ঘরোয়া ক্রিকেটে তিনি হরিয়ানার প্রতিনিধিত্ব করেন। গত মরশুমেই রঞ্জিতে মাত্র তৃতীয় বোলার হিসাবে নিয়েছিলেন ইনিংসে দশ উইকেট। তিনি অংশুল কম্বোজ।
2/9
ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় দলের হয়ে এই অংশুল কম্বোজেরই অভিষেকের পূর্বাভাস দিয়ে গেলেন অধিনায়ক শুভমন গিল।
3/9
গিল সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা যথেষ্ট পরিমাণে অংশুলের খেলা দেখেছে। ওর যে দক্ষতাটা রয়েছে, আমরা ঠিক সেটাই চাইছি। আমরা বিশ্বাস করি ও আমাদের ম্যাচ জেতাতে পারে। একাদশে খেলা যে কেউ আমাদের ম্যাচ উইনার হয়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। অংশুল কম্বোজ কিন্তু নিজের অভিষেক ঘটানোর খুব কাছে। আমরা কাল সকালে ভেবেচিন্তে অংশুল ও প্রসিদ্ধের মধ্যে কাকে খেলানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।'
4/9
২৪ বছর বয়সি ফাস্ট বোলার এই মরশুমের আইপিএলে সিএসকের হয়ে খেলে কিন্তু ধোনির প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন। ধোনি তাঁর সিম মুভমেন্টের প্রশংসা করেছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গ্লেন ম্যাকগ্রা তাঁকে পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন লম্বা কেরিয়ারের জন্য তাঁর বোলিং অ্যাকশন এবং রিলিজ মসৃণ হলেই কেরিয়ার দীর্ঘ হবে। সেই পরামর্শ বদলে দিয়েছিল কম্বোজের জীবন।
5/9
তিনি দিনকয়েক আগেই ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে সফর করেছিলেন। সেখানে দুই ম্য়াচে কম্বোজ পাঁচ উইকেট নিয়েছিলেন।
6/9
তারপর অবশ্য দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে হঠাৎই ভাগ্যের জোরে বড় সুযোগ পেতে চলেছেন ২৪ বছর বয়সি।
7/9
নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহদের চোট অংশুলকে ভারতীয় দলে জায়গা পাইয়ে দেয়।
8/9
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৪টি ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন।
9/9
ঘরোয়া ক্রিকেটে গত বছর কেরলের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন কম্বোজ। এবার দেখার দেশের হয়ে সুযোগ পেলে তিনি কেমন পারফর্ম করেন।
Published at : 22 Jul 2025 09:37 PM (IST)