IND vs ENG 5th Test: রুটের রেকর্ড থেকে সিরাজ, গিলের ইতিহাস, ভারত-ইংল্যান্ডের ওভাল টেস্টে নজিরের ছড়াছড়ি
India vs England: টানটান লড়াইয়ের পর ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ২-২ ড্রয়ে শেষ হয়েছে।
ওভালে ঐতিহাসিক জয়ে তৈরি হল গুচ্ছ রেকর্ড
1/10
ওভাল টেস্টে টানটান ম্যাচ শেষে ছয় রানে জয় পায় ভারতীয় দল। এটাই কিন্তু টেস্টের ইতিহাসে ভারতের সবথেকে কম রানে জয়।
2/10
শুভমন গিল এই টেস্টে বড় রান করতে না পারলেও, তিনি ভারতীয় অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ফেললেন। সুনীল গাওস্করের ৭৩২ রানের রেকর্ড ভেঙে এই সিরিজ়ে ৭৫৪ রান করা গিলই এখন শীর্ষে।
3/10
ইংল্যান্ড তথা মতান্তরে বর্তমান বিশ্বের সেরা টেস্ট ব্য়াটার জো রুটও কিন্তু এই সিরিজ়ে দুরন্ত পারফর্ম করেন। ওভালে শতরানের দৌলতে তিনিই টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় হাজার রান করা প্রথম ক্রিকেটার হয়ে গেলেন। পাশাপাশি তিনিই একমাত্র ব্যাটার হিসাবে ভারতের বিরুদ্ধে তিন সিরিজ়ে ৫০০ বা তার অধিক রান করলেন।
4/10
এখানেই শেষ নয়, রুট আরও ইতিহাস গড়েছেন। ওভালের শতরানটি ইংল্যান্ডের মাটিতে রুটের ২৪তম টেস্ট শতরান ছিল। ঘরের মাঠে এটি শতরানের রেকর্ড। ডন ব্র্যাডম্যানের পরে রুটই দ্বিতীয় ব্যাটার যিনি ঘরের মাঠে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে দুই হাজার রানের গণ্ডি পার করলেন।
5/10
এই সিরিজ়ে পাঁচশো রানের গণ্ডি পার করা ব্য়াটারদের অন্যতম হলেন রবীন্দ্র জাডেজা। গোটা সিরিজ় জুড়ে তাঁর ব্যাট হাতে ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। জাডেজাই প্রথম ব্যাটার হিসাবে ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে মোট ছয়টি অর্ধশতরান করলেন।
6/10
গিল, জাডেজার পাশাপাশি কেএল রাহুলও সিরিজ়ে ভারতের হয়ে পাঁচশোর অধিক রান করেন। এই প্রথম কোনও সিরিজ়ে তিন ভারতীয় ব্যাটার পাঁচশোর অধিক রান করলেন।
7/10
এই সিরিজ়ে তাই টিম ইন্ডিয়ার পাঁচ ম্যাচের কোনও সিরিজ়ে সর্বকালের সর্বাধিক ৩৮০৯ রান করার রেকর্ড গড়ায় কেউই খুব একটা বিস্মিত হবেন না।
8/10
ইংল্যান্ডের ওপেনিং জুটি জ্যাক ক্রলি ও বেন ডাকেটও ইতিহাস গড়েন। গর্ডন গ্রিনিচ ও ডেসমন্ড হেইনসের পর মাত্র দ্বিতীয় ওপেনিং জুটি হিসাবে তাঁরা হাজারের অধিক রান যোগ করলেন।
9/10
মহম্মদ সিরাজ ওভাল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে চার ও পাঁচটি উইকেট নেন। তিনিই প্রথম এশিয়ান বোলার হিসাবে ইংল্যান্ডে সাত দফায় ইনিংসে চার বা তার বেশি উইকেট নিলেন।
10/10
আকাশ দীপ চমকপ্রদভাবে এই টেস্টে নাইট ওয়াচম্যান হিসাবে চারে ব্যাটে নেমে অর্ধশতরান হাঁকান। অমিত মিশ্রর পর তিনি মাত্র দ্বিতীয় ভারতীয় নাইট ওয়াচম্যান হিসাবে টেস্টে অর্ধশতরান করলেন।
Published at : 04 Aug 2025 11:14 PM (IST)