India vs England: ওভালে আজ বুমরা খেলবেন? পরিবর্ত হিসাবে দৌড়ে রয়েছেন এই তিন তরুণ
Jasprit Bumrah: ভারতীয় জোরে বোলার যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।
বুমরা খেলবেন আজ?
1/10
ভারতীয় জোরে বোলার যশপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে ৩টি টেস্ট ম্যাচ খেলেছেন।
2/10
এই সফরের আগেই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং পরে কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে, বুমরা সিরিজের সব ম্যাচ খেলবেন না। অতিরিক্ত ধকল যাতে না পড়ে, তাই ঘুরিয়ে ফিরিয়ে তাঁকে তিনটি ম্যাচে খেলানো হবে।
3/10
ম্যাঞ্চেস্টারে ভারতের আগের টেস্টে খেলেছিলেন বুমরা। তবে বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলা টেস্টে তিনি খেলবেন কি না, নিশ্চিত নয়।
4/10
যদি বুমরা না খেলেন, তা হলে কে হতে পারেন তাঁর বিকল্প? জোর জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে।
5/10
আগের টেস্টে অভিষেক হয়েছিল অংশুল কম্বোজের। তবে সেই ম্যাচে নজর কাড়তে পারেননি তিনি। প্রথম একাদশ থেকে তাঁর বাদ পড়ার সম্ভাবনা।
6/10
ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল বুধবার সাংবাদিক সম্নেলনে জানিয়েছেন, বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে তৈরি থাকতে বলা হয়েছে।
7/10
বুমরার পরিবর্তে পঞ্চম টেস্টে অর্শদীপও খেলতে পারেন। ফাস্টবোলার চতুর্থ টেস্টে চোটের কারণে বাইরে ছিলেন। অনুশীলনের সময় হাতে বল লাগার কারণে তার চোট লেগেছিল। যদি তিনি দ্য ওভালে খেলার সুযোগ পান তবে এটি তাঁর অভিষেক টেস্ট হবে।
8/10
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে দুরন্ত বোলিং করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন আকাশ দীপ।
9/10
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার কুঁচকির চোটের জন্য ম্যাঞ্চেস্টারে খেলেননি। তবে ওভালে তিনি ফিরতে চলেছেন বলেই খবর।
10/10
বুমরা খেলতে না পারলে পরিবর্ত হওয়ার দৌড়ে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। পাশাপাশি শার্দুল ঠাকুরকে খেলানো হয় কি না, সেটাও দেখার। ছবি - পিটিআই
Published at : 31 Jul 2025 11:30 AM (IST)