IND vs ENG ODI: রানা, জাডেজার ইতিহাস, শুভমনদের অনবদ্য ব্যাটিং, কোন পথে নাগপুরে ইংরেজ-বধ করল ভারত?
India vs England: ৬৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত।
ম্যাচ জিতিয়ে জাডেজাদের উচ্ছ্বাস (ছবি: পিটিআই)
1/11
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দাপুটে জয় এসেছিল। ওয়ান ডেতেও সেই ধারা বজায় রাখার লক্ষ্যে মাঠে নেমেছিল ভারত। যদি কোহলি চোটের জন্য এ ম্যাচ খেলেননি।
2/11
এদিন ভারতের হয়ে দুই তরুণ তুর্কি হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়াল নিজেদের অভিষেক ঘটান। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
3/11
ইংল্যান্ড নিজেদের ইনিংসটা দুরন্তভাবেই শুরু করে। বেন ডাকেট ও ফিল সল্ট বিধ্বংসী মেজাজে একাধিক বাউন্ডারি মারেন। সল্ট তো রানার এক ওভারে ২৬ রান তোলেন।
4/11
তবে ভুল বোঝাবুঝিতে সল্ট রান আউট হওয়ায় ৭৫ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তার পরের ওভারেই রানা জোড়া সাফল্য পেয়ে ভারতকে ম্যাচে ফেরান।
5/11
এরপর রবীন্দ্র জাডেজা নিজের স্পিন ভেল্কিতে সম্ভবত ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটকে সাজঘরে ফেরান।
6/11
জস বাটলার ও জেকব বেথেল অর্ধশতরান হাঁকালেও ইংল্যান্ডের ইনিংস ২৪৮ রানেই শেষ হয়ে যায়। প্রথম ভারতীয় হিসাবে তিন ফর্ম্যাটের অভিষেকেই তিনটি করে উইকেট নিয়ে ইতিহাস গড়েন হর্ষিত। রবীন্দ্র জাডেজা ভারত বনাম ইংল্যান্ডের ওয়ান ডেতে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হন।
7/11
২৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটে নেমে ভারতীয় দল শুরুটা ভাল করেনি। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মাকে ১৯ রানে হারায় টিম ইন্ডিয়া। রোহিতের সংগ্রহ দুই, যশস্বীর ১৫ রান।
8/11
তবে এরপর ব্যাটে নেমে স্বপ্নের ফর্মে দেখায় শ্রেয়স আইয়ারকে। দেখে কে বলবে লম্বা বিতর্কের পর এটা জাতীয় দলে তাঁর কামব্যাক ম্যাচ। মাত্র ৩০ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি।
9/11
শ্রেয়স ৫৯ রানে ফিরলে অক্ষর পটেলকে পাঁচে প্রমোট করা হয়। তিনি হতাশ করেননি। হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। শুভমন গিলের সঙ্গে তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপও গড়েন তিনি।
10/11
শুভমনকেও অনবদ্য ফর্মে দেখায় তিনি সেঞ্চুরির পথেই অগ্রসর ছিলেন। তবে অক্ষর বা শুভমন কেউই ম্যাচ ফিনিশ করে আসতে পারেননি। তাঁরা যথাক্রমে ৫২ ও ৮৭ রানে সাজঘরে ফেরেন।
11/11
শেষের দিকে তিন উইকেট হারায় ভারত। তবে রবীন্দ্র জাডেজা ও হার্দিক পাণ্ড্য মাঠে থেকে দলের জয় সুনিশ্চিত করেন। ৩৮.৪ ওভারে ছয় উইকেটেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
Published at : 07 Feb 2025 12:50 AM (IST)