IND vs ENG: ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে ভাঙতে-গড়তে পারে এই রেকর্ডগুলি
জেমস অ্যান্ডারসন ইতিমধ্যেই ১৮৩টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। ভারতের বিরুদ্ধে এই সিরিজে আর ১০ উইকেট নিলেই প্রথম ফাস্ট বোলার তথা তৃতীয় বোলার হিসাবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করবেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর অশ্বিন আর আট উইকেট নিতে পারলেই ভাগবত চন্দ্রশেখরকে পিছনে ফেলে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার হয়ে যাবেন। তাঁর দখলে আপাতত ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৮৮টি উইকেট রয়েছে।
তিনি ১০ উইকেট নিলে দ্বিতীয় ভারতীয় হিসাবে টেস্টে ৫০০টি উইকেট নিয়ে ফেলবেন। ১৪টি উইকেট নিলে অনিল কুম্বলেকে পিছনে ফেলে দেশের মাটিতে সর্বাধিক ৩৫১টি উইকেট নেওয়া ভারতীয় হয়ে যাবেন।
অশ্বিনের সামনে কুম্বলের আরও একটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। কুম্বলের ৩৫ বার পাঁচ উইকেট নেওয়া টেস্টে কোনও ভারতীয়র সর্বাধিক। অশ্বিন আর দুইবার ইনিংসে পাঁচ উইকেট নিতে পারলেই কুম্বলের এই রেকর্ডও নিজের নামে করে ফেলবেন।
অপরদিকে, অশ্বিনের স্পিন জুড়িদার রবীন্দ্র জাডেজাও কিন্তু জাভাগাল শ্রীনাথকে পিছনে ফেলে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বাধিক উইকেটসংগ্রাহক হয়ে যেতে পারেন। শ্রীনাথ ভারতের হয়ে ৫৫১ উইকেট নিয়েছিলেন। জাডেজার দখলে আপাতত ৫৪৮টি আন্তর্জাতিক উইকেট রয়েছে।
চারটি শতরান হাঁকালেই সচিনকে পিছনে ফেলে ৩০ উর্ধ্বে সর্বাধিক, ৩৭টি শতরান হাঁকানো ভারতীয় হয়ে যাবেন রোহিত।
১৪ রান করলেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে ভারতের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন রোহিত। সৌরভ মোট ১৮৪৩৩ রান করেছিলেন। রোহিতের দখলে ১৮৪২০ রান করার কৃতিত্ব রয়েছে।
সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে এই সিরিজ়েই ভারত-ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে সর্বাধিক রানসংগ্রাহক হয়ে যেতে পারেন জো রুট। সচিন ৩২ টেস্টে ২৫৩৫ রান করেছিলেন। রুট ২৫ টেস্টে করেছেন ২৫২৬ রান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -