Revolt RV India: বাইক দুনিয়ায় বিপ্লব ! চমকে দেবে রিভোল্টের এই নতুন বাইক, রয়েছে AI ফিচার্সও
দেশের প্রথম AI চালিত বাইক মডেল নিয়ে এসেছে রিভোল্ট (Revolt) সংস্থা। জানেন কী? ২০১৯ সালে প্রথম এই AI চালিত বাইক বাজারে নিয়ে আসে রিভোল্ট ইন্ডিয়া। তবে প্রাথমিকভাবে এই গাড়ির তিনটি রঙের ভ্যারিয়্যান্টই আগে পাওয়া যেত। কিন্তু সম্প্রতি কিছুদিন আগে হলুদ রঙের একটি মডেল লঞ্চ করেছে এই সংস্থা। ছবি- revoltmotors.com
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকবার সম্পূর্ণ চার্জ দিলে এই বাইকটি প্রায় ১৫০ কিমি. রাস্তা যেতে পারে, সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৮৫ কিমি.। উল্লেখ্য যে মাত্র ৪৯৯ টাকা দিলেই এই বাইকটি (Revolt RV400) আপনি বুকিং করতে পারেন। ছবি- ছবি- revoltmotors.com
মূলত চারটি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইকের (Revolt India) মডেলটি – লাইটনিং ইয়েলো, ইক্লিপস রেড, ইন্ডিয়া ব্লু এবং স্টিলথ ব্ল্যাক। ছবি- revoltmotors.com
Revolt RV400 মডেলে একটি প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, চারটে ভিন্ন ভিন্ন এক্সহস্ট সাউন্ড ফেসিলিটি রয়েছে এই গাড়িতে। প্রথমে যদিও এটি রেবেল রেড এবং কসমিক ব্ল্যাক এই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যেত। পরে এই রঙ বদলেছে। ছবি- revoltmotors.com
রিভোল্ট এই মডেলের সঙ্গে একটি মোবাইল অ্যাপও পাওয়া যাবে MyRevolt নামে। অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইলের জন্য এই সুবিধে রয়েছে। বাইক লোকেটর, ডোর স্টেপ ব্যাটারি ডেলিভারি, মোবাইল সোয়্যাপ স্টেশন, অ্যান্টি থেফট, সাউন্ড সিলেকশন ইত্যাদি ফিচার্স পাওয়া যাবে এই গাড়িতে। ছবি- revoltmotors.com
এই বাইকে থাকছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল টায়ার। USD ফ্রন্ট ফর্ক, ডিস্ক ব্রেকের সঙ্গে এই বাইকে থাকছে RBS অর্থাৎ Regenerative Braking System। ছবি- revoltmotors.com
আপনি ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিমি বেগে চালাতে পারবেন এই গাড়িটি (Revolt RV400)। যদি সম্পূর্ণ চার্জ থাকে তাহলে এই বাইকে করে আপনি যেতে পারবেন টানা ১৫০ কিমি রাস্তা। উল্লেখ্য এই বাইকে সম্পূর্ণ চার্জ দিতে সময় লাগে সাড়ে ৪ ঘণ্টা। ছবি- revoltmotors.com
এই বাইকের মধ্যে চার ধরনের সাউন্ড সেট করার অপশন রয়েছে। অ্যাপের মাধ্যমে যে কোনও মোবাইল ফোন থেকে আপনি যে চারটি সাউন্ড সেট করতে পারবেন তা হল- রিভোল্ট, রেবেল, রোর, রেজ। ছবি- revoltmotors.com
এই বাইকে মূলত 3KW mid-drive motor রয়েছে যা কিনা 17nm টর্ক তৈরি করতে সক্ষম। ছবি- revoltmotors.com
ক্যাশে কিনলে এই গাড়ির এক্স শো-রুম দাম পড়বে ১,৪২,৯৫০ টাকা। রিভোল্টের ওয়েবসাইট অনুযায়ী ইএমআইতেও কেনা যায় এই গাড়িটি। সেক্ষেত্রে গাড়ির লোনের উপর ন্যূনতম ৭.৯৯ শতাংশ সুদ ধার্য হবে। ছবি- revoltmotors.com
- - - - - - - - - Advertisement - - - - - - - - -