IND vs NZ 2nd Test: তাঁর ঘূর্ণিতেই কুপোকাত ভারত, পুণেতে ম্যাচ জেতানো বোলিংয়ে একাধিক রেকর্ড গড়লেন স্যান্টনার
পুণেতে মিচেল স্যান্টনারের ভেল্কিতেই কুপোকাত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতের মাটিতে প্রথমবার সিরিজ় জিতে নিউজ়িল্যান্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে ভারতের ২০টি উইকেটের মধ্যে ১৩টিই নেন স্যান্টনার।
দুই ইনিংসেই কোহলির মূল্যবান উইকেটটি আসে স্যান্টনারের দখলেই।
এই প্রথমবার নিজের কেরিয়ারে এক টেস্টে ১০ উইকেট নিলেন বাঁ-হাতি স্পিন বোলার।
তিন বছর আগে এক ইনিংসে ১০ উইকেটসহ ম্যাচে মোট ১৪টি উইকেট নিয়েছিলেন স্যান্টনারের সতীর্থ আজাজ পটেল।
পটলের পরে স্যান্টনারের ১৩ উইকেটই এক ম্যাচে ভারতের বিরুদ্ধে কোনও কিউয়ি স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং। ভারতের বিরুদ্ধে কোনও স্পিনারের এটি দ্বিতীয় সেরা স্পেলও বটে।
স্যান্টনারের থেকে কিউয়ি বোলারদের মধ্যে কেবল আজাজ ও রিচার্ড হ্যাডলির দখলেই এক ম্যাচে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
প্রথম কিউয়ি স্পিনার হিসাবে ভারতের বিরুদ্ধে ম্যাচের দুই ইনিংসেই পাঁচ উইকেট নিলেন স্যান্টনার।
স্যান্টনারের দৌরাত্ম্যেই পুণেতে ১১৩ রানে জয় পায় নিউজ়িল্যান্ড দল। ছবি-বিসিসিআই, পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -