IND vs NZ 2nd Test: পুণেতে খেলবেন রাহুল? সেঞ্চুরি করেও সরফরাজ ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়বেন?
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর পুণেতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পুণেতে গোটা ম্য়াচ আয়োজন করা যাবে কি? আর তার থেকেও বড় প্রশ্ন সেই ম্যাচে ভারতীয় একাদশ কেমন হবে?
বেঙ্গালুরুতে শুভমন গিল চোটের কারণে মাঠে নামতে না পারায়।তাঁর বদলে সুযোগ পেয়েই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেলেন সরফরাজ খান। তবে শুভমন ফিট হয়ে গিয়েছেন বলেই খবর। ঋষভ পন্থও ফিট।
ফলে একাদশে সুযোগ পাওয়ার লড়াইটা মূলত কেএল রাহুল বনাম সরফরাজ খানের হতে চলেছে বলেই ভাবা হচ্ছে। সরফরাজ যেখানে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেখানে রাহুলের সংগ্রহ ১২ রান।
ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মেনে নিচ্ছেন যে এই দুই তারকার মধ্যেই লড়াইটা হতে চলেছে।
তবে রাহুল রান না পেলেও, ম্যানেজমেন্টের তাঁর ওপর আস্থা রয়েছে বলেই জানান দুশখাতে। পাশাপাশি সরফরাজ তো ফর্মেই।
টেন দুশখাতে জানান পরিবেশ, পরিস্থিতিতে বুঝেই সিদ্ধান্ত নেওয়া হবে দলের স্বার্থে।
তবে টেন দুশখাতে জানান গম্ভীর রাহুলকে সুযোগ দিতে চান। তিনি বলেন, 'আমরা ওর (রাহুল) ফর্ম নিয়ে চিন্তিত নই। বিগত তিন মাসে গৌতি যবে থেকে এখানে এসেছে, তখন থেকে দেখলে দেখা যাবে যে ওকে আমরা যতটা সম্ভব সুযোগ দিতে চাই। ওর ওপর আমাদের ভরসা রয়েছে।'
image 8শেষমেশ কে সুযোগ পাবেন একাদশে সেটাই কিন্তু দেখার বিষয়। ২৪ অক্টোবর থেকে শুরু হবে সেই ম্যাচ। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -