IND vs NZ 2nd Test: ৩ বছর পর টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন, ওয়াশিংটনের সুন্দর বোলিংয়ে পুণেতে কিউয়িদের ব্যাটিং ধস

India vs New Zealand: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে প্রথম ইনিংসে ভারতীয় দল আপাতত ২৪৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে নয় উইকেট।

পুণেতে ওয়াশিংটনের সুন্দর বোলিং (ছবি: পিটিআই)

1/10
বিগত তিন বছরে একটিও টেস্ট ম্য়াচ খেলেননি ওয়াশিংটন। তবে টিম ইন্ডিয়া প্রথম টেস্টে হারের পরেই তাঁকে দলে নেওয়া হয়েছিল।
2/10
কুলদীপের বদলে তৃতীয় স্পিনার হিসাবে তাঁর ওপরেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট।
3/10
ভারতীয় ম্যানেজমেন্টের আস্থার যে যথাযথ মর্যাদা দিয়েছেন সুন্দর, তা বলাই বাহুল্য।
4/10
প্রথম দিনের খেলা শেষে নিউজ়িল্যান্ডের ২৫৯ রানের জবাবে ভারতীয় দলের স্কোর ১৬ রানের বিনিময়ে এক উইকেট। আপাতত ২৪৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
5/10
প্রথম ইনিংসে অশ্বিন তিন উইকেট এবং ওয়াশিংটন সুন্দর সাতটি উইকেট নিলেন। ভারতের মাটিতে এই নিয়ে ষষ্ঠবার কোনও দলের স্পিনাররাই দশ উইকেট নিলেন।
6/10
স্পিনাররা এর আগেও পাঁচবার সবকয়টি উইকেট নিলেও, এই প্রথমবার দুই অফস্পিনারই ভারতের হয়ে ১০টি উইকেট নেন।
7/10
পুণেতে ৫৯ রানের বিনিময়ে সাত উইকেট নেন ভারতীয় অফস্পিনার। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে সুন্দরের সেরা বোলিং পরিসংখ্যান।
8/10
পাঁচ কিউয়ি ব্যাটারের উইকেট ভাঙলেন ওয়াশিংটন। ভারতের মাটিতে এক ইনিংসে এর থেকে অধিক বোল্ড করে উইকেট নেওয়ার কৃতিত্ব আর কারুর নেই।
9/10
তবে কুম্বলে, জাডেজাদের সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্বের মালিক এখন ওয়াশিংটন।
10/10
কিউয়িদের বিরুদ্ধে এক ইনিংসে ভারতীয় হিসাবে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় সেরা ফিগার ওয়াশিংটনের। ছবি-বিসিসিআই/পিটিআই
Sponsored Links by Taboola