IND vs NZ 3rd T20I: শুভমন, হার্দিকের দাপটে ঘরের মাঠে ভারতের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ জয়
সিরিজ নির্ণায়ক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেই নির্ধারিত ছিল ম্যাচ শুরুর আগে অনুর্ধ্ব ১৯ বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা জানানো হবে। সেইমতোই সচিন তেন্ডুলকর শেফালি ভার্মাদের সংবর্ধনা দেন।
ব্যাট হাতে ফের একবার ঈশান কিষাণ ব্যর্থ হলেও, ভারতীয় ইনিংসকে গতি প্রদান করেন রাহুল ত্রিপাঠী। তিনি ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন।
ত্রিপাঠী অর্ধশতরানের আগেই আউট হলেও, শুভমন গিল কিন্তু ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন।
অধিনায়ক হার্দিকও ৩০ রানের ইনিংসে তাঁকে যোগ্য সঙ্গ দেন। নির্ধারিত ২০ ওভারে ভারতীয় দল চার উইকেটে ২৩৪ রান তোলে।
বল হাতে ফিন অ্যালেনকে তিন রানে ফিরিয়ে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কাটি দেন হার্দিক পাণ্ড্য।
পরের ওভারেই অর্শদীপ সিংহ কনওয়েকে ১ ও চ্যাপম্যানকে শূন্য রানে ফিরিয়ে কিউয়িদের চাপে ফেলে দেন অর্শদীপ। দুই ওভার শেষে স্কোর ছিল ৫/৩।
প্রাথমিক ধাক্কা সামলে কখনই আর ম্যাচে ফিরে আসতে পারেনি নিউজিল্যান্ড। চার উইকেট নেন হার্দিক।
ভারতের হয়ে হার্দিক বাদেও অর্শদীপ, উমরন ও শিবম মাভি দুইটি করে উইকেট নেন। ৬৬ রানেই অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।
এটি ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৫০তম জয়। ১৬৮ রানে জয়টাও সর্বকালীন ভারতীয় রেকর্ড। ভারত ২-১ সিরিজ জিতল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -