IND vs SA 1st T20I: একই ম্যাচে বুমরা, হার্দিকের 'সেঞ্চুরি', কটকে ভারতের দুরন্ত জয়ে রচিত হল একাধিক ইতিহাস
IND vs SA T20I: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ১০১ রানে জিতে এগিয়ে গেল ভারত।
Continues below advertisement
হার্দিক, বুমরাদের দুরন্ত পারফরম্যান্সে ভারতের জয়
Continues below advertisement
1/8
কটকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস হেরেছিলেন সূর্যকুমার যাদব। শুরুটাও নড়বড়েই হয়েছিল। তবে ব্যাটিং ইনিংসের মাঝপথ থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে দুরন্ত জয়ে সিরিজ়ে এগিয়ে গেল ভারত।
2/8
এদিন একসময় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে এক সময় কার্যত ধুঁকছিল ভারত। তিলক আউট হওয়ার পরে চাপ আরও বাড়ে। সেই সময়ই হার্দিক ব্যাটে নেমে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।
3/8
ছক্কা মেরে হার্দিক নিজের অর্ধশতরান পূরণ করেন। এটি তাঁর আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের শততম ছক্কা। চতুর্থ ভারতীয় হিসাবে রোহিতদের বিশেষ তালিকায় নাম লেখালেন তিনি।
4/8
হার্দিক বল হাতে অল্পের জন্য 'সেঞ্চুরি' করতে পারেননি, তবে বুমরা করলেন। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতাধিক উইকেট নিলেন।
5/8
টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, তিন আন্তর্জাতিক ফর্ম্য়াটেই শতাধিক উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলার হয়ে গেলেন বুমরা।
Continues below advertisement
6/8
অপরদিকে, নতুন বলে তাঁর বোলিং পার্টনার তথা টি-টোয়েন্টিতে ভারতের সর্বাধিক উইকেটসংগ্রাহক অর্শদীপ সিংহও কিন্তু হতাশ করেননি।
7/8
তিনি নতুন বলেই দুই উইকেট নেন। এই জোড়া উইকেটের সুবাদে পাওয়ার প্লেতে তাঁর ৪৭টি উইকেট হয়ে গেল। ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সংখ্যা ভুবনেশ্বর কুমারের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।
8/8
ভারতের দুরন্ত বোলিং পারফরম্যান্সে এদিন ১৭৫ রান তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানেই অল আউট হয়ে দক্ষিণ আফ্রিকা। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের সবথেকে কম স্কোর।
Published at : 10 Dec 2025 12:35 AM (IST)