IND vs SA 2nd Test: বল হাতে সিরাজের স্বপ্নের স্পেল, ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পড়ল ২৩ উইকেট

India vs South Africa 2nd Test: বুধবার কেপ টাউনেই নিজের টেস্ট কেরিয়ারের সেরা স্পেল বল করে ছয় উইকেট নেন মহম্মদ সিরাজ।

বল হাতে কেপ টাউনে আগুন ঝরান সিরাজ (ছবি: পিটিআই)

1/10
তেম্বা বাভুমার অনুপস্থিতিতে নিজের শেষ টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান ডিন এলগার। টস জিতে তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।
2/10
তবে বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই এইডেন মারক্রামকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটিংয়ে ধস নামানোর কাজ শুরু করেন মহম্মদ সিরাজ। তাঁর আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল প্রোটিয়াদের কাছে। কেরিয়ারের সেরা স্পেলে ছয় উইকেট নেন সিরাজ।
3/10
সিরাজের পাশাপাশি যশপ্রীত বুমরা ও মুকেশ কুমার দুইটি করে উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৫৫ রানে অল আউট করে দেয়। ভারতের বিরুদ্ধে এটাই টেস্টে সর্বকালের সর্বনিম্ন স্কোর।
4/10
ভারতীয় দল শুরুটা ভালভাবে না করলেও, রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিংয়ে ১০ ওভারেই দক্ষিণ আফ্রিকার রানের গণ্ডি পার করে লিড নিতে সক্ষম হয় ভারত। যশস্বী রান না পেলেও, রোহিত ও গিল ভারতের ইনিংসের হাল ধরেন।
5/10
রোহিত ৩৯ রানে আউট হওয়ার পর গিল কোহলির সঙ্গে মিলে ভারতীয় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বটে। তবে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে গিলও ৩৬ রানে আউট হন। চার উইকেটের বিনিময়ে ১১১ রানে চা বিরতিতে যায় ভারত।
6/10
চা বিরতির পর রাহুল এবং বিরাট কোহলি ভালভাবেই দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। চার উইকেটেই ১৫০ রানের গণ্ডিও পার করে ভারত। তবে রাহুল আউট হতেই ব্যাটিং ধস।
7/10
১৫৩ রানে চার থেকে ১৫৩ রানেই অল আউট হয়ে যায় ভারত। শূন্য রানে পরে ছয় উইকেট। কোহলি ভারতের হয়ে সর্বাধিক ৪৬ রানের ইনিংস খেলেন। ৯৮ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
8/10
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে দুই প্রোটিয়া ওপেনার এলগার ও মারক্রাম প্রথম ইনিংস থেকে শিক্ষা নিয়ে দেখেশুনে এগোচ্ছিলেন। ৩৭ রান যোগও করে ফেলেছিলেন তাঁরা। তবে ভারতকে কাঙ্খিত সাফল্য এনে দেন মুকেশ কুমার।
9/10
কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসে ১২ রানে আউট হন ডিন এলগার। মুকেশ কুমারই টনি ডি জর্জ়িকে ১ রানে ফেরান।
10/10
ট্রিস্টান স্টাবসকে আউট করেন বুমরা। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৬২। ৩৬ রানে পিছিয়ে তাঁরা। দলের ওপেনার মারক্রাম ৩৬ রানে অপরাজিত রয়েছেন।
Sponsored Links by Taboola