IND vs SL 1st T20: হুডা-অক্ষরের দুরন্ত ব্যাটিং, বল হাতে অনবদ্য মাভি, শ্রীলঙ্কাকে হারাল ভারত

IND vs SL: নিজের আন্তর্জাতিক অভিষেকেই ২২ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে সকলকেই প্রভাবিত করেন শিবম মাভি।

প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল ভারত (ছবি: বিসিসিআই ট্যুইটার))

1/8
হার্দিকের নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করে।
2/8
ভারতীয় দলের হয়ে এই ম্যাচে টি-টোয়েন্টিতে শিবম মাভি ও শুভমন গিল, দুই তারকা অভিষেক ঘটান।
3/8
নিজের টি-টোয়েন্টি অভিষেকে সাত রানের বেশি করতে পারেননি শুভমন। তাঁকে সাজঘরে ফেরত পাঠান মাহিশ থিকসানা।
4/8
একদিকে ঈশান কিষাণ দুরন্ত ব্যাটিং করলেও, তিনি ৩৭ রানে আউট হন। ২৯ রানে হার্দিক পাণ্ড্য আউট হলে ভারত ৯৪ রানে চার উইকেট পড়ে যায়।
5/8
এরপরেই ষষ্ঠ উইকেটে দীপক হুডা ও অক্ষর পটেল ৬৮ রানের পার্টনারশিপে ভারতীয় দলকে পাঁচ উইকেটে ১৬২ রান তুলতে সাহায্য় করেন।
6/8
বল হাতে নিজের প্রথম আন্তর্জাতিক ওভারেই উইকেট পান শিবম মাভি। তিনি পাথুম নিসাঙ্কাকে এক রানে ফেরত পাঠান।
7/8
চারিথ আসালঙ্কা ১২ রানে আউট হলে শ্রীলঙ্কা ৪৭ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। ছুটে গিয়ে অনবদ্য ক্যাচ ধরেন ঈশান কিষাণ।
8/8
শেষমেশ ১৬০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ২ রানে জয় পায় ভারত। অভিষেকে চার উইকেট নেন মাভি।
Sponsored Links by Taboola