IND vs SL 3rd T20: সূর্যকুমারের শতরান, অর্শদীপের দুরন্ত বোলিং, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হার্দিক পাণ্ড্য। জল্পনা থাকলেও ভারতীয় ম্যানেজমেন্ট এই ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুরুটা অবশ্য ভারতীয় দল ভালভাবে করতে পারেনি। মাত্র ১ রানে আউট হন ঈশান কিষাণ। শুভমন গিলও রান করতে পারছিলেন না।
ভারতীয় ইনিংসকে গতি দেন রাহুল ত্রিপাঠী। ১৬ বলে ৩৫ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন রাহুল।
গিল ও সূর্যকুমার যাদব তৃতীয় উইকেটে এরপরেই ১১১ রান যোগ করেন। সূর্যকুমার যাদব নিজের ফর্ম বজায় রেখে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেন।
শুভমন ৪৬ রানে আউট হলেও সূর্যকুমার যাদব মাত্র ৪৫ বলে নিজের শতরান পূরণ করে ফেলেন। ১১২ রানে অপরাজিত থাকেন সূর্য। ভারত ২২৮/৫ তোলে।
বড় রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শ্রীলঙ্কা শুরুটা মন্দ করেনি। ওপেনিংয়ে ৪৪ রান যোগ করে দ্বীপরাষ্ট্র। তবে কুশল মেন্ডিসকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দেন অক্ষর পটেল।
চাহাল ও অক্ষরের দাপটে শ্রীলঙ্কান মিডল অর্ডার চাপে পড়ে যায়। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে দ্বীপরাষ্ট্র।
শেষমেশ ১৩৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও ২৩ রানের বেশি করতে পারেননি।
গত ম্যাচে পাঁচটি নো বল করায় প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন অর্শদীপ সিংহ। এই ম্যাচে ভারতের হয়ে সর্বাধিক তিনটি উইকেট নেন অর্শদীপই।
এই ম্যাচ জিতে ২-১ সিরিজও জিতে নেয় ভারতীয় দল। এই নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ছয়টি সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -