Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SL 3rd T20I: সিরিজ নির্ণায়ক ম্যাচে সুযোগ পাবেন অর্শদীপ? কেমন হবে ভারতীয় একাদশ?
নিজের ওয়ান ডে ক্রিকেটের ফর্ম এখনও অবধি টি-টোয়েন্টিতে দেখাতে পারেননি শুভমন গিল। শেষ টি-টোয়েন্টিতে তিনি কেমন খেলেন সেটাই দেখার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিগত ১০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৭.৫০ গড়ে রান করেছেন ঈশান কিষাণ। তবে এই ম্যাচে তিনি আরেকটি সুযোগ পেতেই পারেন।
গত ম্যাচেই ভারতের হয়ে অভিষেক ঘটিয়েছেন রাহুল ত্রিপাঠী। গত ম্যাচে তাঁর ব্যাট না চললেও, তাঁকে দল থেকে বাদ দেওয়ার মানে হয় না।
গত ম্যাচে ভারতীয় দলের সিংহভাগ ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও, সূর্যকুমার কিন্তু দুরন্ত অর্ধশতরান করেছিলেন। তাঁর দিকে ফের একবার এই ম্যাচেও নজর থাকবে।
দলের নেতা হার্দিক পাণ্ড্যর এই সিরিজটা এখনও একেবারেই আহামরি কাটেনি। তিনি শেষ ম্যাচে ভাল পারফর্ম করতে মরিয়া হয়ে মাঠে নামবেন।
ফিনিশার হিসাবে দীপক হুডা প্রথম টি-টোয়েন্টিতে ভাল খেলেছিলেন। তৃচীয়
অক্ষর গত ম্যাচে ২০ বলে চোখধাঁধানো অর্ধশতরান করেন। বল হাতেও প্রথম ম্যাচে ভাল বল করেছেন তিনি। অক্ষর তো এই ম্যাচে খেলবেনই।
শিবম মাভি গোটা সিরিজেই অনবদ্য পারফর্ম করেছেন। তিনিও একাদশে থাকবেন বলে ধরে নেওয়াই যায়।
উমরান মালিকের আগুনে গতি শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে ফেলতে পারে। মাভির পাশাপাশি তাঁর খেলাও প্রায় নিশ্চিত।
সমালোচনায় বিদ্ধ অর্শদীপ সিংহের বদলে হর্ষল পটেলকে একাদশে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বটে। তবে ভারতীয় ম্যানেজমেন্ট এই ম্যাচে অন্তত অর্শদীপকে সুযোগ দিয়ে আরও একবার পরখ করে দেখে নিতেই পারে।
দলের দ্বিতীয় স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল একাদশে থাকতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -