IND vs WI: কী কারণে ওয়েস্ট সিরিজ়েও ব্রাত্য শামি? কেনই বা বাদ পড়লেন ঈশ্বরণ, করুণ? ব্যাখা দিলেন আগরকর

Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচের জন্যই যশপ্রীত বুমরা উপলব্ধ থাকবেন বলে জানিয়েছেন।

Continues below advertisement

ইংল্যান্ড বিরুদ্ধে দলে থাকা একাধিক তারকা ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে ব্রাত্য

Continues below advertisement
1/8
সদ্যই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। ১৫ জনের সেই দলে ইংল্যান্ড সফরে থাকা তিন ক্রিকেটার বাদ পড়েছেন।
2/8
করুণ নায়ারের ইংল্যান্ড সফরটা বেশ হতাশাজনকই কাটে, স্পিন সহায়ক ভারতীয় পরিবেশে ফাস্ট বোলিং অলরাউন্ডার শার্দুলের বলে স্পিন অলরাউন্ডার অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচই বাইরে বসে থাকার পর অভিমন্যু ঈশ্বরণকেও এই সিরিজ়ে সুযোগ দেওয়া হয়নি।
3/8
এই সিরিজ়ের দল বাছাই সম্পর্কে প্রধান জাতীয় নির্বাচক অজিত আগরকর বলেন, 'আমরা সবসময় সেরা ১৫ জনকে বেছে নেওয়ার চেষ্টা করি। অনেক সময়ই এই পদ্ধতিতে আমাদের কড়া সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের এক নজর রয়েছে, তবে আমরা সিরিজ় অনুযায়ী এগোতে চাই। বেশিরভাগ খেলোয়াড়রা জায়গাই নিশ্চিত। এক, দুইটি স্পটই বাকি ছিল। আমরা ভাল দল বেছেছি বলে আমরা আত্মবিশ্বাসী।'
4/8
অভিমন্যুকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে আগরকরের দাবি, 'অভিমন্যুর বিষয়ে আমি বলতে পারি যে আমাদের ঘরের মাঠে তৃতীয় ওপেনারের প্রয়োজন নেই।'
5/8
মহম্মদ শামির বিষয়ে আগরকর জানান, 'বিগত তিন বছরে ও তেমন ক্রিকেটই খেলেনি।'
Continues below advertisement
6/8
করুণ নায়ার দল থেকে বাদ পড়ার নিয়ে আগরকের স্পষ্ট বার্তা, 'দুর্ভাগ্যবশত, আমরা সকলকে ১৫ থেকে ২০টা টেস্ট ম্য়াচে সুযোগ তো দিতে পারি না। ইংল্যান্ড সফরে আমরা করুণ নায়ারের থেকে অনেক বেশি কিছু আশা করেছিলাম।'
7/8
সুখবর হল ইংল্যান্ড সিরিজ়ের মতো নয়, ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গোটা সিরিজ়ের জন্যই উপলব্ধ রয়েছেন যশপ্রীত বুমরা।
8/8
এই সিরিজ়ের জন্য ফিট হতে পারেননি ঋষভ পন্থ। তাই কিপার-ব্যাটার হিসাবে ধ্রুব জুরেল ও নারায়ণ জগদীশানই সুযোগ পেয়েছেন।
Sponsored Links by Taboola