IND vs WI: চোটের কারণে ক্যারিবিয়ান সফরে সম্ভবত খেলতে পারবেন না এই ভারতীয় তারকারা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর প্রায় মাসখানেকের বিশ্রাম শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরের মাধ্যমে ভারতীয় দল আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যারিবিয়ান সফরে ভারতীয় দল তিন ফর্ম্যাটের সিরিজ খেলবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারতীয় দল।
খবর অনুযায়ী এই সিরিজে অনেক তরুণ ক্রিকেটাররাই সুযোগ পেতে চলেছেন। রোহিত শর্মাকে সিরিজের কয়েকটা ম্যাচে বিশ্রাম দেওয়া হবে বলেই খবর।
তবে আসন্ন সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটার চোটের কারণে খেলতে পারবেন না। বহু ভারতীয় ক্রিকেটারই চোটের কবলে রয়েছেন।
আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় পেশিতে চোট পেয়েছিলেন কেএল রাহুল। সম্প্রতি তাঁর অস্ত্রোপ্রচারও হয়েছে। তিনি আপাতত রিহ্যাব চালাচ্ছেন।
যশপ্রীত বুমরা তো এ বছর একটিও ম্যাচ খেলেননি গত সেপ্টম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। কোমরের চোটের অস্ত্রোপ্রচার করিয়ে তিনি প্রত্যাবর্তন ঘটানোর বেশ কাছাকাছি রয়েছেন। তবে এই সফরে নয়, সম্ভবত অগাস্টেই তিনি জাতীয় দলে ফিরবেন।
শ্রেয়স আইয়ারও পিঠের চোটে অস্ত্রোপ্রচার করান। তিনি সম্ভবত বিশ্বকাপেই জাতীয় দলে ফিরতে পারবেন।
ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থও আপাতত মাঠের বাইরে। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর তিনিও রিহ্যাব চালাচ্ছেন। তিনি দ্রুত সেরে উঠছেন বলে খবর। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোনওভাবেই পন্থ সেরে উঠতে পারবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -