IND vs WI: এক ইনিংসেই কপিল দেব, ব্রেট লিদের পিছনে ফেললেন, আমদাবাদে ইতিহাস গড়লেন যশপ্রীত বুমরা
Jasprit Bumrah: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরা।
ফের একবার অনবদ্য বোলিংয়ে নজর কাড়লেন বুমরা
1/8
দেশের মাঠ হোক বা দেশের বাইরে, যশপ্রীত বুমরার যে জুড়ি মেলা ভার, তা আবারও একবার প্রমাণ করে দিলেন তিনি।
2/8
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনটি উইকেট নিলেন বুমরা আর সঙ্গে সঙ্গেই দুই কিংবদন্তিকে পিছনে ফেললেন বুমরা।
3/8
বুমরা ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রিভস এবং লেন, দুই ব্যাটারকে নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন। এর সুবাদে তিনি ব্রেট লিকে পিছনে ফেললেন।
4/8
বুমরার টেস্ট কেরিয়ারে তিনি মোট ৬৫টি উইকেট বোল্ড করে নিয়েছেন। বোল্ড করে উইকেট নেওয়া ফাস্ট বোলারদের সর্বকালীন তিনি ব্রেট লিকে পিছনে ফেলে আটে উঠে এলেন।
5/8
ভারতীয়দের মধ্যে মহম্মদ শামি বাদে আর কোনও বোলার বোল্ড করে এতগুলি টেস্ট উইকেট পাননি।
6/8
ঘটনাক্রমে এই ইনিংসেই দেশের মাটিতে ৫০টি টেস্ট উইকেট নেওয়ার মাইলফলকও স্পর্শ করলেন বুমরা।
7/8
বুম বুম মাত্র ২৪টি ইনিংসে দেশের মাটিতে ৫০টি টেস্ট উইকেট নিলেন। এই তালিকায় তিনি শীর্ষে।
8/8
কেবল জভাগাল শ্রীনাথই বুমরার সমান ২৪ ইনিংসে দেশের মাটিতে ৫০টি উইকেট নিয়েছিলেন। বুমরা এই তালিকায় কপিল দেবদের পিছনে ফেললেন।
Published at : 02 Oct 2025 10:59 PM (IST)