IND W vs AUS W: মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে ফেলছে ভারত, দ্বিতীয় দিনই জয়ের গন্ধ

Deepti Sharma: অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি রিচা ঘোষের। দিনের শেষে সাবলীল ৭০ করে অপরাজিত দীপ্তি শর্মা।

IND W vs AUS W - PTI

1/10
অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি রিচা ঘোষের। দিনের শেষে সাবলীল ৭০ করে অপরাজিত দীপ্তি শর্মা (Deepti Sharma)।
2/10
বাংলার দুই ক্রিকেটারের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বড় রানের লিড নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (IND W vs AUS W)।
3/10
দ্বিতীয় দিনের শেষে ১৫৭ রানে এগিয়ে ভারত। ৭০ রান করে ক্রিজে দীপ্তি। সঙ্গে রয়েছেন পূজা বস্ত্রকার। ৩৩ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৭৬/৭।
4/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানাও। গতকালই অর্ধশতরানের দোরগোড়ায় থেকে মাঠ ছেড়েছিলেন। স্নেহ রানা ছিলেন তাঁর সঙ্গী।
5/10
এদিন সকালে ব্য়াট করতে নেমে অর্ধশতরান পূরণ করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার। তবে ১০৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে আউট হন স্মৃতি।
6/10
নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকান স্মৃতি। স্নেহ রানা ৯ রান করে ফিরে যান তিনি। স্মৃতির সঙ্গে এরপর জুটি বাঁধেন রিচা ঘোষ।
7/10
নিজের প্রথম টেস্টে খেলতে নেমেছেন কেরিয়ারের। আর প্রথম টেস্টেই নিজের ধৈর্য্যের পরিচয় দিলেন বাংলার এই উইকেটকিপার ব্য়াটার।
8/10
স্মৃতি মন্ধানা ৭৪ রান করে ফিরে গেলে এরপর জেমাইমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রিচা। ৫২ রান করেন তিনি। জেমাইমা ৭৩ রান করেন। তবে রান পাননি হরমনপ্রীত কৌর। ২ বলে ০ করে ফেরেন।
9/10
২১৯ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ৪ উইকেট পূজা বস্ত্রকারের। ৩ উইকেট স্নেহ রানার।
10/10
ইংল্যান্ডকে টেস্টে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় দল। এবার কি অজ়িবধের পালা? - পিটিআই
Sponsored Links by Taboola