Asia Cup: এশিয়া কাপের দল ঘোষণা কবে? আদৌ কি সুযোগ মিলবে শ্রেয়স, স্যামসনদের?

Asia Cup Update: শ্রেয়স আইয়ারকেও হয়ত নিশ্চিত সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে। ২০ মাস পরে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলতে নামতে চলেছেন ডানহাতি শ্রেয়স।

এশিয়া কাপ

1/8
এশিয়া কাপ আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই টুর্নামেন্ট।
2/8
সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলার কথা ভারতীয় দলের। কারণ কুড়ির ফ্রম্য়াটে হবে টুর্নামেন্ট। তবে সূর্যকুমারের খেলা নিয়েই সংশয় রয়েছে।
3/8
বিরাট কোহলি কুড়ির ফর্ম্য়াট থেকে গত বছরই অবসর নিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর। এবার তাঁর জায়গা কে খেলবেন?
4/8
রোহিত শর্মার নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। এরপর তিনিও সরে দাঁড়ান। দুজন সিনিয়র ব্যাটার কিন্তু খেলবেন না আগামী টুর্নামেন্টে।
5/8
প্রশ্ন উঠছে সঞ্জু স্যামসন কি আদৌ সুযোগ পাবেন? সাম্প্রতিক ফর্মের বিচারে তিনি হয়ত সুযোগ পাবেন এশিয়া কাপে।
6/8
শ্রেয়স আইয়ারকেও হয়ত নিশ্চিত সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে। ২০ মাস পরে কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলতে নামতে চলেছেন ডানহাতি শ্রেয়স।
7/8
বোর্ড সূত্রে খবর, আগামী ১৬, ১৭ আগস্ট হয়ত এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হতে পারে। যদিও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
8/8
ভারতের এশিয়া কাপে প্রথম ম্য়াচ আগামী ১০ সেপ্টেম্বর। প্রথম ম্য়াচে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি।
Sponsored Links by Taboola