T20 World Cup: কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? নিজের পছন্দ বেছে নিলেন পাঠান
স্বাভাবিকভাবেই ওপেনার ও অধিনায়ক হিসেবে দলে আছেন রোহিত শর্মা। বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছিল যে রোহিতের নেতৃত্বেই খেলতে নামবে টিম ইন্ডিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ত রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন। ইরফান পাঠানের পনেরো সদস্যের দলেও রয়েছেন কোহলি।
ঋষভ পন্থ উইকেট কিপার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন পাঠানের দল। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বুধবারই ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
চায়নাম্য়ান কুলদীপ যাদবকেও নিজের দলে রেখেছেন ইরফান। চলতি আইপিএলেও দুর্দান্ত বোলিং করেছেন তিনি।
পেস বোলার হিসেবে মহম্মদ সিরাজ রয়েছেন। তিনি বুমরার সঙ্গে জুটি বাঁধবেন হয়ত নতুন বলে।
যশপ্রীত বুমরা তো অবশ্যই থাকবেন। চলতি আইপিএলেও ছন্দে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও দারুণ বোলিং করেছিলেন ডানহাতি পেসার।
হার্দিক পাণ্ড্যকে দলে রাখলেও তিনি বোলিং করতে পারলে তবেই অলরাউন্ডার হিসেবে জায়গা পাবেন দলে, এমনটাই জানিয়েছেন পাঠান।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নিঃসন্দেহে জাতীয় দলে এই মুহূর্তে অটোমেটিক চয়েস রিঙ্কু সিংহ। তিনি থাকছেন পাঠানের দলে।
হার্দিক পাণ্ড্যকে নিয়ে সংশয় বজায় রাখলেও শিবম দুবেকে নিশ্চিতভাবেই দলে রেখেছেন পাঠান। সিএসকের জার্সিতে প্রতি ম্য়াচেই বিধ্বংসী ব্যাটিং করছেন দুবে।
টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব রয়েছেন তালিকায়। তিনিও আছেন এই দলে।
শুভমন গিলকে রেখেছেন পাঠান দলে। তবে তাঁর সঙ্গে সঞ্জু স্যামসনকেও লড়াইয়ে রেখেছেন পাঠান। যে কোনও একজনকে বেছে নেওয়া হবে।
চাহালের সঙ্গে লড়াইয়ে আছেন রবি বিষ্ণোই। চাহালের অভিজ্ঞতা ও বিষ্ণোইয়ের দুরন্ত ফিল্ডিং ক্ষমতা কিছুটা টেক্কা দেওয়াত মত। দু জনেই লেগস্পিনার।
পেস বোলিং বিভাগে তরুণ অর্শদীপ সিংহ রয়েছে। তাঁর স্লোয়ার ও ইয়র্কার সমস্যায় ফেলবে ব্যাটারদের।
অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তো অবশ্যই থাকছেন স্কোয়াডে।
যশস্বী জয়সওয়ালকে তৃতীয় ওপেনার হিসেবে বেছেছেন পাঠান। যদি বিরাট ও রোহিত ওপেনে নামেন, তবে হয়ত রিজার্ভেই বসতে হবে তরুণ বাঁহাতি ব্যাটারকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -