ENG vs IND: নতুন যুগ, নতুন অধিনায়ক, নতুন কিট, ইংল্যান্ডে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া

England vs India: ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় খেলবে

অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া

1/9
সপ্তাহের মাঝেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন গৌতম গম্ভীর, ঋষভ পন্থ, শুভমন গিলসহ ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।
2/9
ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেও গিয়েছে টিম ইন্ডিয়া। ২০ জুন থেকে ইংল্যান্ডেক বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারত।
3/9
এই সিরিজ়ের মাধ্য়মেই শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় টেস্ট দলের নব যুগের সূচনা হতে চলেছে।
4/9
এই নতুন যুগের শুরুর জন্য সকলেই অপেক্ষা করেছেন। সেই সিরিজ়ের আগে লন্ডনে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল।
5/9
যশপ্রীত বুমরা , সহ-অধিনায়ক ঋষভ পন্থরা প্রাথমিকভাবে ওয়ার্ম আপ, ছোটাছুটি সারার পর ফিল্ডিং অনুশীলন করেন।
6/9
গোটা দলকেই বেশ হাসিখুশি দেখায়। ভারতীয় দলকে গাম গরম করতে প্রায়শই ফুটবল খেলতে দেখা যায়। এদিনও তেমনটাই হল।
7/9
লর্ডসের ইন্ডোরে গা গরম করার পার মাঠের পাশে অনুশীলন নেটগুলিতে নিজেদের প্রথম অনুশীলন সেশন সারে টিম ইন্ডিয়া।
8/9
গোটা অনুশীলনে উপস্থিত থেকে কড়া নজরে সবটা পর্যবেক্ষণ করলেন দলের কোচ গৌতম গম্ভীর।
9/9
নতুন যুগের সূচনায় ভারতীয় দলকে কিন্তু নতুন ট্রেনিং কিটেও দেখা গেল এদিন। ছবি: বিসিসিআই
Sponsored Links by Taboola