India Record: শুধু চার-ছক্কায় ২৩২ রান! নিজামের শহরে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটাররা
টেস্ট সিরিজের পর টি-২০ সিরিজেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পথে একাধিক রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদবরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত তোলে ২৯৭/৬। পুরুষদের টি-২০ ক্রিকেটে এটা দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সর্বোচ্চ।
নিজামের শহরে ভারত ২৩২ রান তোলে চার-ছক্কায়। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, পুরুষদের ক্রিকেটেও যা বিশ্বরেকর্ড।
গত বছর অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে পাঞ্জাব ২১৬ রান তুলেছিল চার-ছক্কায়। সেটাই এতদিন ছিল বিশ্বরেকর্ড।
শনিবার ভারতীয় ব্যাটাররা মোট ৪৭টি চার-ছক্কা মেরেছেন। ২৫টি চার ও ২২টি ছক্কা। এটিও পুরুষদের টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড।
ভারতীয় ইনিংসের ২০ ওভারের মধ্যে ১৮ ওভারে ১০ বা তার বেশি রান হয়েছে। এটাও পুরুষদের ক্রিকেটে বিশ্বরেকর্ড।
সঞ্জু স্যামসন হচ্ছেন একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার যাঁর আন্তর্জাতিক টি-২০-তে সেঞ্চুরি রয়েছে। তাঁর আগে ঈশান কিষাণের ৮৯ রানই ছিল ভারতের সর্বোচ্চ।
মাত্র ১৪ ওভারে দুশো সম্পূর্ণ করে ভারত। পুরুষদের ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম দুশোয় পৌঁছমোর নজির। ১৩.৫ ওভারে দুশো করে বিশ্বরেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার।
মাত্র ৭.১ ওভারে একশো সম্পূর্ণ করে ভারত। যা টি-২০ ক্রিকেটে তাদের দ্রুততম। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৮ ওভারে একশো করেছিল ভারত। সেই রেকর্ড ভেঙে গেল।
২২টি ছক্কা মেরেছে ভারত। টি-২০ ক্রিকেটে যেটা দেশের সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ ছক্কার নজির পেরল ভারত। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -